শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] ঢাকা জেলার সাভারের ফিরিঙ্গীকান্দী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম- মো. স্বপন মিয়া (৩৮)।

[৩] বুধবার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, গত ৬ জুন ব্যাটালিয়নের একটি দল সাভার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৬৮০লিটার দেশিয় তৈরি চোলাই মদ ও তা বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা নদী সাঁতরিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় সাভার মডেল থানায় পলাতক ৩ জনকে আসামি করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

[৪] তিনি আরও জানান, ঘটনার পরপরই র‌্যাব-৪ এর গোয়েন্দা দল পলাতক আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করে। এক পর্যায়ে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারে, মমলার ১ নম্বর পলাতক আসামি স্বপন সাভারের ফিরিঙ্গীকান্দী এলাকায় অবস্থান করছেন। এরপর মঙ্গলবার র‌্যাব-৪ এর একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামি স্বপনকে গ্রেপ্তার করে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার স্বপন র‌্যাবকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেশিয় তৈরি চোলাই মদের ব্যবসা করছিলেন।

[৬] গ্রেপ্তার স্বপনকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের ধরতে র‌্যাবের অভিযান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়