শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] ঢাকা জেলার সাভারের ফিরিঙ্গীকান্দী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম- মো. স্বপন মিয়া (৩৮)।

[৩] বুধবার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, গত ৬ জুন ব্যাটালিয়নের একটি দল সাভার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৬৮০লিটার দেশিয় তৈরি চোলাই মদ ও তা বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা নদী সাঁতরিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় সাভার মডেল থানায় পলাতক ৩ জনকে আসামি করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

[৪] তিনি আরও জানান, ঘটনার পরপরই র‌্যাব-৪ এর গোয়েন্দা দল পলাতক আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করে। এক পর্যায়ে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারে, মমলার ১ নম্বর পলাতক আসামি স্বপন সাভারের ফিরিঙ্গীকান্দী এলাকায় অবস্থান করছেন। এরপর মঙ্গলবার র‌্যাব-৪ এর একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামি স্বপনকে গ্রেপ্তার করে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার স্বপন র‌্যাবকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেশিয় তৈরি চোলাই মদের ব্যবসা করছিলেন।

[৬] গ্রেপ্তার স্বপনকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের ধরতে র‌্যাবের অভিযান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়