শিরোনাম
◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] ঢাকা জেলার সাভারের ফিরিঙ্গীকান্দী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম- মো. স্বপন মিয়া (৩৮)।

[৩] বুধবার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, গত ৬ জুন ব্যাটালিয়নের একটি দল সাভার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৬৮০লিটার দেশিয় তৈরি চোলাই মদ ও তা বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা নদী সাঁতরিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় সাভার মডেল থানায় পলাতক ৩ জনকে আসামি করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

[৪] তিনি আরও জানান, ঘটনার পরপরই র‌্যাব-৪ এর গোয়েন্দা দল পলাতক আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করে। এক পর্যায়ে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারে, মমলার ১ নম্বর পলাতক আসামি স্বপন সাভারের ফিরিঙ্গীকান্দী এলাকায় অবস্থান করছেন। এরপর মঙ্গলবার র‌্যাব-৪ এর একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামি স্বপনকে গ্রেপ্তার করে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার স্বপন র‌্যাবকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেশিয় তৈরি চোলাই মদের ব্যবসা করছিলেন।

[৬] গ্রেপ্তার স্বপনকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের ধরতে র‌্যাবের অভিযান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়