সুজন কৈরী: [২] রাজধানীর শনির আখড়া ও পল্লবী এলাকায় মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব-৪।
[৩] বুধবার (৯ জুন) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, ইয়াবা বেচাকেনার তথ্যে র্যাব-৪ এর একটি দল শনির আখড়ায় অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৮০০ পিস ইয়াবা এবং একটি মোবাইলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
[৪] আটকরা হলেন- কক্সবাজারের মোহাম্মদ হোসেন (৩১) ও টাঙ্গাইলের আখি খানম (২৪)।
[৫ আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
[৬] অপরদিকে, রাজধানীর পল্লবী থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে র্যাব-৪ এর একটি দল পল্লবীর সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৭৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮ হাজার ২৮০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ মো. আফসার (৩০) ও মো. সোহেল (২২) নামে দুজনকে আটক করে।
[৭] আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, তারা পল্লবী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে চোরাইপথে আনা ইয়াবা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
[৮] আটক চার জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।