শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অ‌ভিযা‌নে বিপুল প‌রিমাণ ইয়াবাসহ আটক ৪

সুজন কৈরী: [২] রাজধানীর শনির আখড়া ও পল্লবী এলাকায় মঙ্গলবার রাতে পৃথক অভিযান চা‌লি‌য়ে ৬ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৪।

[৩] বুধবার (৯ জুন) দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, ইয়াবা বেচাকেনার তথ্যে র‌্যাব-৪ এর একটি দল শনির আখড়ায় অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৮০০ পিস ইয়াবা এবং একটি মোবাইলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

[৪] আটকরা হলেন- কক্সবাজারের মোহাম্মদ হোসেন (৩১) ও টাঙ্গাইলের আখি খানম (২৪)।

[৫ আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

[৬] অপরদিকে, রাজধানীর পল্লবী থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-৪ এর একটি দল পল্লবীর সেকশন-১১ এলাকায় অভিযান চা‌লি‌য়ে এক হাজার ৭৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮ হাজার ২৮০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ মো. আফসার (৩০) ও মো. সোহেল (২২) নামে দুজনকে আটক করে।

[৭] আটক‌দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জান‌তে পে‌রে‌ছে, তারা পল্লবী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে চোরাইপথে আনা ইয়াবা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

[৮] আটক চার জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়