ডেস্ক রিপোর্ট : মিরপুরে মোসাদ্দেক ও মুশফিকের দারুণ ব্যাটিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী। অন্যদিকে, বিকেএসপিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে ২২ রানে হেরেছে সাকিবের মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আরেক ম্যাচে, আশরাফুল-সোহানদের শেখ জামালের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। এছাড়া শাইনপুকুরকে ১৪ রানে হারিয়ে লিগে প্রথম জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ।
মঙ্গলবার (৮ জুন) স্পিনার সঞ্জিতের বলে দারুণ একটি চার মেরে নিজের ফিফটি আর দলের জয়টা একসঙ্গে উদযাপন করলেন মুশফিকুর রহিম। অপরাজিত ৫৩ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন আবাহনীর অধিনায়ক।
যদিও গাজী গ্রুপের দেয়া ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি আবাহনীর। নাঈম শেখ ১০ ও নাজমুল হাসান শান্ত ৫ রানে ফিরলে চাপে পড়ে যায় আকাশী-নীলরা। এরপর ওপেনার মুনিম শাহরিয়ার আশা জাগানিয়া ব্যাট করেও শেষ পর্যন্ত ২৮ রান করে নাসুমের শিকার হন।
৪৮ রানে তিন উইকেট হারানোর পর, আবাহনীর জয়ের জন্য ওভার প্রতি দরকার ছিল প্রায় ১০ রান করে। মুশফিক যথারীতি উইকেটে গিয়েই দারুণ খেলে বাড়াতে থাকেন রান। মুশির সঙ্গে সমানতালে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে নেন মোসাদ্দেক। ৬০ বলে দু’জনের হার না মানা ১০৫ রানের জুটিতে ১২ বল হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী।
এর আগে, ম্যাচের শুরুটা বেশ দাপুটে ছিল গাজী গ্রুপের। ৭ ওভারেই ওপেনিংয়ে ৭০ রানের জুটি গড়েন মেহেদি হাসান ও সৌম্য সরকার। তবে দলীয় ৭৮ ও ব্যক্তিগত ৪৩ রানে আউট হন মেহেদি। এরপর রান আউটের ফাঁদে ধরা দেন মুমিনুল। যেখানে এক প্রান্ত আগলে রেখে লিগে নিজের দ্বিতীয় ফিফটির দেখা পান সৌম্য। ৬৮ রানে এই ওপনেরা ফেরার পর, শেষ ৫ ওভারের ২৫ রানে গাজী গ্রুপ হারায় ৫ উইকেট।
এদিকে, আবাহনীর জয়ের দিনে হারের তেঁতো স্বাদ পেয়েছে সাকিবের মোহামেডান। বৃষ্টির কারণে ৬ ওভারের ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে ঐতিহ্যবাহী ক্লাবটি হেরেছে ২২ রানে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় দোলেশ্বরের। দুই ওপেনার ইমরান ও শামীমের ঝড়ো ব্যাটিংয়ে মূলত পার্থক্যটা গড়ে দেয়। ৩ ওভারেই এ দু’জন স্কোর বোর্ডে যোগ করেন ৫৮ রান। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৬ ওভারে ৭৮ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর। এদিন বোলিংয়ে তেমন নজর কাড়তে পারেননি সাকিব। ২ ওভারে ২৭ রান দিয়ে টাইগার অলরাউন্ডার নেন মাত্র একটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মোহামেডানের দুই ওপেনার পারভেজ ও শুভাগত হোমের প্রাপ্তি গোল্ডেন ডাক। সাকিব ২২ রানে ফিরলেও, ইরফান ও মাহমুদুলের ব্যাট আর হাসেনি। ফলে ৪ উইকেটে ৫৬ রান তুলে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
আরেক ম্যাচে শাইনপুকুরকে ১৪ রানে হারিয়ে লিগে প্রথম জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৮১ রান তুলে রূপগঞ্জ। এদিনও নামের প্রতি সুবিচার করতে পারেনি সাব্বির রহমান, ফেরেন ১৬ রানে। ৮২ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেটে ৬৭ রান তুলতে সক্ষম হয় শাইনপুকুর। এ ম্যাচে ২ ওভারে মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাবিল সামাদ।