শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধারাবাহিক কিছু খেলোয়াড়দের বিশ্রাম দিয়েই সিরিজ চালিয়ে নেবার বিষয় ভাবছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক: [২] জৈব সুরক্ষিত পরিবেশে বাইরের দুনিয়া থেকে আলাদা থাকতে থাকতে খেলোয়াড়রাও হয়ে পড়েন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ অদল-বদল করে খেলোয়াড়দের খেলালেও বাংলাদেশ এখনও হাঁটেনি সেই পথে। এখন ক্রিকেটারদের যত্ন নিতে বিশ্রামের কথা ভাবছে বোর্ড, মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস এমন আভাস দিয়েছেন।

[৩] বায়ো-বাবলে থাকতে থাকতে খেলোয়াড়দের ক্লান্তি-বিষ্ননতার বিষয়টি আলোচনায় আসে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিম ছুটি চাওয়ায়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বরাতে তার ছুটি চাওয়ার বিষয়টি আসে গণমাধ্যমে। তারও আগে আরেক নির্বাচক আব্দুর রাজ্জাকও খেলোয়াড়দের ছুটি দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন।

[৪] জালাল ইউনুস বলেন, এখনও আমাদের কয়েকজন খেলোয়াড় আছে, যাদের প্রয়োজন তিন ফরম্যাটের দলেই। আবার একই সঙ্গে যদি একজনকে সব জায়গায়, সব ম্যাচে খেলাতে চান, তাহলে তার চোটের বড় ঝুঁকি থাকতে পারে। এদিকটাও আমাদের দেখতে হবে। এজন্য আমাদের মেডিক্যাল বিভাগকেও সতর্ক থাকতে হবে যেন খেলোয়াড় চোটে না পড়ে। কয়েকজন খেলোয়াড় আছে যাদের বিকল্প হয় না, একই সঙ্গে তাদের স্বাস্থ্যের অবস্থাও আমাদের লক্ষ রাখতে হবে।

[৫] বিসিবিকে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে ভাবতে হচ্ছে ছুটি নিতে আগ্রহী খেলোয়াড়ের বিকল্পও। মুশফিকের ছুটি চাওয়ার বিষয়টি নিয়ে জালাল বলেন, বিশ্রামের বিষয়টা বড় হয়ে উঠছে, কারণ সামনে আমাদের বেশ ব্যস্ত সূচি। আমাদের কথা হচ্ছে কোনও খেলোয়াড় যদি বিশ্রাম চায়, সে আমাদের জানাতেই পারে। এখন কে কখন বিশ্রাম চেয়েছে এটা কিন্তু আমরা নিশ্চিত না। দুই একজনের নাম শোনা যাচ্ছে গণমাধ্যমে। কিন্তু আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কারও কাছ থেকে এমন কিছু (ছুটির আবেদন) পাইনি।

[৬] জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৯ জুন দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজে একটি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি খেলবে তারা। মুশফিককে টি-টোয়েন্টিতে দেখা না গেলেও টেস্ট ও ওয়ানডে খেলবেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়