শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধারাবাহিক কিছু খেলোয়াড়দের বিশ্রাম দিয়েই সিরিজ চালিয়ে নেবার বিষয় ভাবছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক: [২] জৈব সুরক্ষিত পরিবেশে বাইরের দুনিয়া থেকে আলাদা থাকতে থাকতে খেলোয়াড়রাও হয়ে পড়েন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ অদল-বদল করে খেলোয়াড়দের খেলালেও বাংলাদেশ এখনও হাঁটেনি সেই পথে। এখন ক্রিকেটারদের যত্ন নিতে বিশ্রামের কথা ভাবছে বোর্ড, মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস এমন আভাস দিয়েছেন।

[৩] বায়ো-বাবলে থাকতে থাকতে খেলোয়াড়দের ক্লান্তি-বিষ্ননতার বিষয়টি আলোচনায় আসে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিম ছুটি চাওয়ায়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বরাতে তার ছুটি চাওয়ার বিষয়টি আসে গণমাধ্যমে। তারও আগে আরেক নির্বাচক আব্দুর রাজ্জাকও খেলোয়াড়দের ছুটি দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন।

[৪] জালাল ইউনুস বলেন, এখনও আমাদের কয়েকজন খেলোয়াড় আছে, যাদের প্রয়োজন তিন ফরম্যাটের দলেই। আবার একই সঙ্গে যদি একজনকে সব জায়গায়, সব ম্যাচে খেলাতে চান, তাহলে তার চোটের বড় ঝুঁকি থাকতে পারে। এদিকটাও আমাদের দেখতে হবে। এজন্য আমাদের মেডিক্যাল বিভাগকেও সতর্ক থাকতে হবে যেন খেলোয়াড় চোটে না পড়ে। কয়েকজন খেলোয়াড় আছে যাদের বিকল্প হয় না, একই সঙ্গে তাদের স্বাস্থ্যের অবস্থাও আমাদের লক্ষ রাখতে হবে।

[৫] বিসিবিকে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে ভাবতে হচ্ছে ছুটি নিতে আগ্রহী খেলোয়াড়ের বিকল্পও। মুশফিকের ছুটি চাওয়ার বিষয়টি নিয়ে জালাল বলেন, বিশ্রামের বিষয়টা বড় হয়ে উঠছে, কারণ সামনে আমাদের বেশ ব্যস্ত সূচি। আমাদের কথা হচ্ছে কোনও খেলোয়াড় যদি বিশ্রাম চায়, সে আমাদের জানাতেই পারে। এখন কে কখন বিশ্রাম চেয়েছে এটা কিন্তু আমরা নিশ্চিত না। দুই একজনের নাম শোনা যাচ্ছে গণমাধ্যমে। কিন্তু আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কারও কাছ থেকে এমন কিছু (ছুটির আবেদন) পাইনি।

[৬] জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৯ জুন দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজে একটি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি খেলবে তারা। মুশফিককে টি-টোয়েন্টিতে দেখা না গেলেও টেস্ট ও ওয়ানডে খেলবেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়