শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও বড় পর্দায় নিয়মিত ফিরছেন দীপা খন্দকার

হ্যাপি আক্তার: [২] ছোটপর্দার অভিনেত্রী দীপা খন্দকার। অভিনয় ক্যারিয়ারে পেরিয়ে এসেছেন দুই দশক। টিভি নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েও আলোচিত হয়েছেন দীপা খন্দকার। আবারও সিনেমায় নিয়মিত হচ্ছেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন এই তারকা। একুশে টিভি, জাগোনিউজ২৪

[৩] দীপা তার ক্যারিয়ারের তৃতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘রিভেঞ্জ’। এটি পরিচালনা করবেন প্রযোজক মো. ইকবাল। এখানে দীপা একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। যেখানে দীপা অভিনয় করবেন একজন মায়ের ভূমিকায়। ১২ জুন থেকে সিনেমাটির দৃশ্যধারণে অংশ নেবেন তিনি।

[৪] দীপা বলেন, ‘সিনেমার গল্প এবং আমার চরিত্রটি পছন্দ হয়েছে। বেশ সুন্দর। ১২ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে।’

[৫] ছবিতে দীপা খন্দকার ছাড়া আরো অভিনয় করবেন শবনম বুবলী, জিয়াউল রোশান, মিশা সওদাগর ও সীমান্তসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সুনান মাল্টিমিডিয়া।

[৬] প্রসঙ্গত, কিছুদিন আগে ‘পায়ের ছাপ’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন দীপা খন্দকার। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। এতে তাকে দেখা যাবে একজন দুঃখিনী মায়ের চরিত্রে। এ ছাড়া তিনি ‘গুলশান এভিনিউর নতুন সিরিজ ২’ ও ‘বাকের খনি’ নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছেন।

[৭] অপরদিকে পাঁচ বছর পর আবারও উপস্থাপনায় ফিরেছেন জনপ্রিয় এই টেলি তারকা। একটি বেসরকারি টিভির ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়