মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- আমিরুল ইসলাম ও আবদুস সালাম মোল্লা। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
[৩] ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য। তারা মোবাইল অ্যাপ টিকটকের ভিডিও বানানোর ফাঁদে ফেলে নারী পাচার করে আসছিলো।
[৪] ভারতে পাচার হওয়ার পর ৭৭ দিনের নির্যাতন ও বন্দীদশা থেকে সম্প্রতি পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন এক তরুণী। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় ১২ জনকে আসামি করা হয়ে। তারা হলেন- রিফাদুল ইসলাম হৃদয়, আনিস, আবদুল কাদের, মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন, হারুন, বকুল ওরফে ছোট খোকন, সবুজ, রুবেল ওরফে রাহুল, সোনিয়া, আকিল ও ডালিম। ১ জুন রাতেই সাতক্ষীরা থেকে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন ও আবদুল কাদের। বাবু একাই এক হাজারের বেশি নারী পাচার করে। বাবু ও হৃদয় টিকটক গ্রুপের সদস্য।