শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় আহত কিশোরের মৃত্যু

ইমদাদুল হক : সাভারে কিশোর গ্যাংয়ের হামলায় আহত জয় হালদার (১৮) নামে এক কিশোর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক সাদরুজ্জামান। এর আগে গত ১৬ মে রাতে সাভারের রাজাশনের পলুর মার্কেট এলাকায় তাকে পিটিয়ে গুরুতর আহত করে কিশোর গ্যাং লিডার সওদাগর ও তার বাহিনী। এঘটনার নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলার আসামিরা হলো- সাভারের কমলাপুর রাজারবাগ গ্রামের জমশের মিয়ার ছেলে মো.আরিফ মিয়া (২০), মধ্য রাজসেনর আলমগীরের ছেলে মো. জয় (১৮), ভোলা জেলার ইলিশা থানার তালুকদার হাট গ্রামের সেলিমের ছেলে আকাশ (১৯), সাভারের রাজাশনের সাদ্দাম (৩০), মধ্য রাজশনের শাজাহানের ছেলে তানভীর (১৮)। এছাড়া মজিবরের ছেলে সওদাগর (৩০), আনোয়ারের ছেলে নয়ন (২২), মজিবুরের ছেলে সাকিব (২০) ও সোহাগ (১৯), তারা সবাই সাভারের রাজারবাগ এলাকার কমলাপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠালে তারা জামিনে বের হয়ে আসে।

নিহত জয় হাওলাদার ওই রাজাশনের পলুর মার্কেট এলাকার জন হালদারের ছেলে। সে পূর্ব রাজাশন এলাকার সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রতার জেরে সাভারের রাজাশনের পলুর মার্কেট এলাকার ফাঁকা রাস্তায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওঁৎ পেতে থাকে আসামিরা। এসময় জয় হালদারকে একা পেয়ে লোহার রড, পাইপসহ দেশীয় অস্ত্র দিঢে পিটিয়ে গুরুতর আহত করে কিশোর গ্যাং লিডার সওদাগর ও তার বাহিনী। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হতে থাকলে আসামিরা প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। জয় হালদার অজ্ঞান হয়ে পড়ে থাকলে স্থানীয়রা তার ভাইকে খবর দিলে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৩ দিন পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সাভার থানার উপপরিদর্শক সাদরুজ্জামান বলেন, মামলা দায়ের দিন রাতেই অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে তারা জামিনে বের হয়ে আসে। আমরা বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি। শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়