সুজন কৈরী : রাজধানীর দক্ষিণ বাড্ডার আলাতুন নেছা স্কুল রোডে হাফিজ শফিউল্লাহ জেনারেল স্টোর থেকে রোববার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম- মো. সোহেল ওরফে শফিউল্লাহ (২৫)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন, বেশ কিছু উগ্রবাদী মতাদর্শের বই ও ৪টি হাতে লেখা ডায়েরী জব্দ করেছে এটিইউ।
এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন বলেন, সোহেল দীর্ঘদিন ধরে অনলাইন মিডিয়া ও সাইবার স্পেস ব্যবহার করে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন উগ্রবাদী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন।
ব্যবসার আড়ালে উগ্রবাদী প্রচার প্রচারণায় সক্রিয় থেকে দেশে-বিদেশে অবস্থানরত আনসার আল ইসলামের সদস্যদের সঙ্গে এনক্রিপ্টেড গ্রুপে যোগাযোগ রক্ষা, জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে জিহাদের জন্য প্রশিক্ষণের আহবান জানাচ্ছিলেন।
এছাড়া সোহেল আনসার আল ইসলামের নতুন সদস্য সংগ্রহ ও সহযোগীদের কাছে আনসার আল ইসলামের সাংঠনিক খবরাখবর ও বিভিন্ন উগ্রবাদী মতাদর্শের বই আদান-প্রদান করতেন।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, অফলাইন এবং অনলাইনে উগ্রবাদী প্রচার প্রচারণা করায় সোহেলের বিরুদ্ধে বাড্ডা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।