শিরোনাম
◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১১:১০ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরপুরে শ্রীরামকাঠী বন্দরে প্রবেশ মুখে কালর্ভাটের বেহাল দশা বিপাকে বন্দরবাসী

মশিউর রহমান:[২] পিরোজপুরের নাজিরপুরে ঐতিহ্যবাহী শ্রীরাকাঠী বন্দরের প্রবেশ মুখে কালর্ভাটের বেহাল দশার কারনে দূর্ভোগে পড়েছে পথচারী ও বন্দর ব্যবসায়ীরা। বাজারে সংযোগ কালর্ভাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে জোড়াতালি দিয়ে প্রতিনিয়ত এ ভাঙ্গা কালর্ভাটের উপর দিয়ে চলাচল করছে বন্দরে আসা কয়েক হাজার ক্রেতা বিক্রেতা, শত শত ভ্যান, রিক্সা,মালবাহী যানবাহন।

[৩] বাজার ব্যবসায়ীরা এ প্রতিনিধিকে জানান, এ বন্দরে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনা-কাটা করার জন্য আসে। মালবাহী যানবাহন বাজারে ঢুকতে না পাড়ায় আমাদের বিকল্প পথে মাল দোকানে আনতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভুক্তভোগীরা দ্রুত কালর্ভাটি সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিন দেখা গেছে, কালর্ভাটির বেশির ভাগই ভেঙে পড়েছে। লোহার ইস্পাত দিয়ে কোন রকমে একটু চলার উপযোগী করেছে।

[৪] মালবাহী যানবাহন ঢুকতে পারে না। বাই সাইকেল, মটরসাইকেল অনেক কষ্টে চলাচল করতে পারে। ক্ষোভ প্রকাশ করে বাজার ব্যবসায়ী মাসুম হাওলাদার এবং নাঈম ফকির বলেন, এ ব্রিজবিকল হওয়ার কারনে আমরা ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমরা চাই এখানে একটি মজবুত এবং টেকসই কালর্ভাট অতি দ্রুত সময় যেন নির্মান করা হয়।এবিষয়ে উপজেলা প্রকৌশলী নাজিরপুর এলজিইডি প্রকৌশলী মো. জাকির হোসেন জানান,কালর্ভাটি নতুন ভাবে নির্মান করার জন্য প্রক্রিয়া চলমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়