ডেস্ক রিপোর্ট : কয়েকদিন আগের ঘটনা... জাপানের কানাগাওয়া জেলার ইয়োকোসুকা সিটি অফিসে অজ্ঞাত এক ব্যক্তি নগদ 6 কোটি ইয়েন আশ্চর্যজনকভাবে দান করে চলে যায়। গত ১৭ তারিখ দুপুর সোয়া দুইটার দিকে ৭০ থেকে ৮০ বছরের একজন ব্যক্তি ৬০০০千万円 সরাসরি মেয়রকে দেওয়ার জন্য ইয়োকোসুকা সিটি হলে গিয়েছিলেন।
ইয়োকোসুকা সিটির কর্মকর্তার কাছে জানিয়েছিলেন যে, তিনি মেয়রকে সরাসরি এই ব্যাগটি দিতে চান এবং ব্যাগের মধ্যে অনেক চিঠি আছে। এবং লোকটি বলেছিল, "আমি আমার নাম এবং ঠিকানা গোপন রাখতে চাচ্ছি । মেয়র সাহেব ভিতরে চিঠিগুলো দেখলেই বুঝবেন।এই বলে ব্যক্তিটি দ্রুত চলে যাই...
[video width="640" height="640" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/06/197864945_189155949763652_8513576895098314725_n.mp4"][/video]
ইয়োকোসুকা সিটির সেক্রেটারিয়াল বিভাগের প্রধান ইয়াসুনোরি কোবাইয়াশী বলেন: আমি ব্যাগটি হাতে নিলে লোকটি সাথে সাথেই চলে যায়। যখন আমি ব্যাগের ভিতর চেক করে দেখতে গেলাম? দেখি, তখন সেখানে বড় বড় প্রায় ১২ টি টাকার বান্ডেল।
সাথে সাথেই লোকটিকে খুঁজার জন্য বাহিরে গেলে আর তাকে খুঁজে পাওয়া যায় নি।
ভেতরে মোট ৬ হাজারটি নোট ছিলো এবং সবগুলো ১০,০০০ইয়েনের নোট। সত্যি কথা বলতে আমি খুব অবাক হয়েছিলাম।
দান করা বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি, একটি চিঠিও সংযুক্ত ছিলো।এটিতে লেখা ছিলো, ক্লাস ওয়ান থেকে জমানো সঞ্চয়ের সব অর্থ এখানে আছে।
আমার অনুরোধ থাকবে এই অর্থ যেনো ভাল কাজে দান করা হয়। নাম এবং ঠিকানা গোপন থাকলো..
ঐ ব্যক্তির অনুদানের প্রসংগে, ইয়োকোসুকা সিটির মেয়র কাতসুয়াকি কামিজি বলেন, "আমি এইরকম কঠিন সময়ে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না। আমি অবশ্যই অর্থগুলো দান করা ব্যক্তির ইচ্ছা অনুযায়ী ভাল কাজে ব্যাবহার করবো।
সূত্র- জাপান সংবাদ