মোস্তাফিজুর রহমান: ওই ব্যাক্তির নাম মোঃ ইউসুফ (৩২) । তিনি পেশায় গাড়ি চালক। রোববার (৬জুন) বিকালে ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল হক।
মৃতের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার আদুনা গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে ইউসুফ। মৃতের স্বজনদের বরাদ দিয়ে তিনি বলেন, মৃত ইউসুফ গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন।
ঘটনাস্থলের আশপাশের বরাদ দিয়ে তিনি বলেন, রোববার বিকালে ইউসুফ খিলগাঁও রেল গেইট এলাকায় রেল লাইন দিয়ে হেটে যাওয়া সময়, জামালপুর গামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রান হারান। সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
মৃতের মামাতো ভাই জামাল জানান, ইউসুফ আগে ঢাকায় প্রাইভেট কার চালাতো।চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি চলে গিয়ে ছিল। তিনি বলেন, সে নতুন কোন চাকরির খোজে ঢাকা এসে ছিলেন বলে জানান তিনি।মৃত ইউসুফ এক কন্যা সন্তানের জনক ছিলেন। তবে কি কারনে রেল পথ দিয়ে হেটে যাচ্ছিল, তা জানতে পারেনি।