তৌহিদুর রহমান : [২] জেলার পৌর শহরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
[৩] এসময় তাদের তথ্য মোতাবেক বিভিন্ন স্থানে থেকে ১১ টি চোরাই মোটরসাইকেলসহ চারটি পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
[৪] চোর চক্রের সদস্যরা হলেন, মূল হোতা মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি ওরফে শিমুল (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), মো. কাউছার মিয়া (৫০), হুসেন মিয়া (৪০), নুরুল আমিন প্রঃ রুহুল আমিন চৌধুরী (২৯)। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।
[৫] পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার থেকে রোববার পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা, জগৎসারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ নয় জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও চারটি ওয়াটার পাম্প ।
[৬] জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে আটকৃত চোরদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ