শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় চোর চক্রের ৯ সদস্য আটক, ১১ মোটরসাইকেল উদ্ধার

তৌহিদুর রহমান : [২] জেলার পৌর শহরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

[৩] এসময় তাদের তথ্য মোতাবেক বিভিন্ন স্থানে থেকে ১১ টি চোরাই মোটরসাইকেলসহ চারটি পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

[৪] চোর চক্রের সদস্যরা হলেন, মূল হোতা মো. নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি ওরফে শিমুল (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), মো. কাউছার মিয়া (৫০), হুসেন মিয়া (৪০), নুরুল আমিন প্রঃ রুহুল আমিন চৌধুরী (২৯)। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।

[৫] পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার থেকে রোববার পর্যন্ত সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা, জগৎসারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ নয় জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও চারটি ওয়াটার পাম্প ।

[৬] জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে আটকৃত চোরদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়