রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলের নিরাপত্তা সংস্থার প্রধান শিন বেতের প্রধান নাদাভ আরগাম্যান প্রকাশ্যে এক বিরল সতর্কতা দিয়ে বলেছেন দেশটিতে ক্ষমতার পটপরিবর্তনকে কেন্দ্র করে সহিংসতা দেখা দিতে পারে। সাধারণত এমন রাজনৈতিক সতর্কবার্তা রাজনীতিবিদদের তিনি ব্যক্তিগতভাবে দিয়ে থাকেন এবং ইসরায়েলের জনসাধারণকে তা অবহিত করার বিষয়টি রাজনীতিকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। জেরুজালেম পোস্ট
[৩] শনিবার আরগাম্যান এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ইসরায়েলে সহিংসতা ও উস্কানিমূলক বক্তব্য প্রবলভাবে বেড়েছে এবং আরও চরম আকার ধারণ করেছে, বিশেষত সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ও সংস্থার ধারাবাহিকতার গ্যারান্টিযুক্ত প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমি আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছি যে এই বাকবিতণ্ডা হিংসাত্মক ও অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন করে যা ব্যক্তিদের জন্য ক্ষতির কারণ হতে পারে।
[৪] শিন বেতের পরিচালক বলেন ইসরায়েলের রাজনীতিবিদ, জনসাধারণের ওপর প্রভাব ফেলেন এমন ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতাদের অবশ্যই ভাষা প্রয়োগে সতর্ক এবং উত্তেজনাকর বক্তব্যকে ঘৃণা জানানো উচিত।
[৫] এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার শিন বেত প্রধানের সমালোচনা করে বলেন তিনি নেতানিয়াহু পরিবারকে সুরক্ষিত করার জন্য কিছুই করছেন না।
[৬] ইসরায়েলে সমালোচনাকারীরা রাজনৈতিক রাজনীতিবিদদের মূর্তি ভেঙ্গে ফেলছেন।
[৭] ইসরায়েলি পার্লামেন্টে নেসেটের ফরেন এ্যাফেয়ার্স কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় এক জরুরি শুনানির ঘোষণা দিয়েছে।