শিরোনাম
◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মোকাবেলায় মেডিক্যাল সামগ্রী প্রেরণ করছে যুক্তরাষ্ট্র, টুইট বার্তায় জানালেন রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম

শাহীন খন্দকার: [২] যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এক টুইটে আরও জানিয়েছেন, ঢাকার পথে মেডিক্যাল সামগ্রী বিমানবন্দরে প্লেনে উঠছে। যুক্তরাষ্ট্রের ট্রাভিস এয়ার বেইসে উড়োজাহাজে এসব সামগ্রী ওঠানোর সময়ে পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম।

[৩] টুইটে তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের এই উদার সহায়তা কোভিড মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে। এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক ঘোষণায় জানায়, জুন মাসেই অন্তত আট কোটি ডোজ টিকা তারা বিভিন্ন দেশকে সরবরাহ করবে।

[৪] এশিয়ার ১৬টি দেশকে ৭০ লাখ ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ করা হবে এবং ওই দেশগুলির মধ্যে বাংলাদেশের নামও উল্লেখ করেছে হোয়াইট হাউজ। বিবৃতিতে বলা হয় ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্থান, শ্রীলঙ্কা, আফগানিস্থান, মালদ্বীপ, ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, পাপুয়া নিউগিনি, তাওয়ান ও প্যাসিফিক আইল্যান্ড ৭০ লাখ টিকা পাবে।’ তবে কোন দেশ কত ভ্যাকসিন পাবে সেটি উল্লেখ করা হয়নি।

[৫] বিবৃতি আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মোট আট কোটি ডোজের ২৫ শতাংশ নিজেরাই বণ্টন করবে এবং বাকিটা কোভ্যাক্সের মাধ্যমে হবে। যেসব দেশে কোভিড দ্রুত ছড়িয়ে পড়েছে, ওইসব দেশের প্রতিবেশী এবং অন্য যেসব দেশ যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়েছে- এই ২৫ শতাংশ টিকা তারা পাবে বলেও উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়