শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাদার্সকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় আবাহনীর

নিজস্ব প্রতিবেদক: [২] মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারকাসমৃদ্ধ আবাহনী লিমিটেড। তানজিম হাসান সাকিব ও আরাফাত সানির দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে ভালো করেছেন নাঈম শেখরা।

[৩] বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসা ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধীরগতির শুরু পায় ব্রাদার্স ইউনিয়ন, অধিনায়ক মিজানুর রহমান ১৪ বলে ২ চার ও ১ ছয়ে ২০ রান করলেও সমান সংখ্যক রান করতে ২৩ বল খেলেন জুনায়েদ সিদ্দিকী।

[৪] মাইশুকুর রহমান (০) রাহাতুল (০) ও হাবিব জনি (৪) রান করে আরাফাত সানির বলে আউট হলে আরও একটা লো-স্কোরিং ম্যাচের শঙ্কা জেগে ওঠে, তবে আলাউদ্দিন বাবুর ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৪ ও জাহিদুজ্জামান সাগরের ১০ বলে ২ চার ও ২ ছয়ে ২৫ রানের ছোট্ট দুই ঝড়ো ইনিংসে ১০১ রানের ভালো পুঁজি পায় ব্রাদার্স ইউনিয়ন।

[৫] আবাহনীর হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের পেসার তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ২ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, ২ ওভারে ৫ রান খরচায় ২ উইকেট নেন আরাফাত সানি।

[৬] মন্থর উইকেটে ১১ ওভারে ১০২ রান সহজ না হলেও তারকাসমৃদ্ধ আবাহনীর ব্যাটিং লাইনআপের কাছে কোন অসুবিধায় হয়নি টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিতে। নাঈম শেখ দেখেশুনে ধীরগতির শুরু করলেও অন্যপ্রান্তে ১২ বলে ৪ চার ও ১ ছয়ে ২৫ রানের ইনিংস খেলে আবাহনীকে ভালো শুরু এনে দেন মুনিম শাহরিয়ার।

[৭] দ্বিতীয় উইকেটে নাঈম শেখ ও মুশফিকুর রহিম আবাহনীর জয় নিশ্চিত করে ফেলেন, সময়ের সাথে চালিয়ে খেলা নাঈম ২৬ বলে ২ চার ও ১ ছয়ে ৩৬ ও মুশফিক ২১ বলে ৬ চারে ৩৭ রানে অপরাজিত থাকেন। ৭ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পায় আবাহনী, ব্রাদার্সের হয়ে একমাত্র উইকেট পেয়েছেন হাবিব জনি।

[৮] সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স ইউনিয়ন : ১০১/৫ (১১ ওভার; মিজানুর রহমান ২০, জুনায়েদ সিদ্দিকী ২০, আলাউদ্দিন বাবু ২৪*, জাহিদুজ্জামান সাগর ২৫*, তানজিম হাসান সাকিব ৩/৯, আরাফাত সানি ২/৫)।

আবাহনী লিমিটেড : ১০২/১ (৯.৫ ওভার; নাঈম শেখ ৩৬*, মুনিম শাহরিয়ার ২৫, মুশফিকুর রহিম ৩৭*, হাবিব জনি ১/১৯)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়