শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান বাজেটে কক্সবাজারের মেগা প্রকল্পে ৭ হাজার ৫৮৭ কোটি টাকা বরাদ্দ

এম রায়হান:[২] চলমান অর্থবছরের (২০২১-২২) বাজেটে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ, পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড় প্রকল্পগুলো এগিয়ে নিতে চায় সরকার। এ জন্য এসব প্রকল্পে বড় অংকের অর্থ বরাদ্দও রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৩ হাজার কোটি টাকার যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে এক-তৃতীয়াংশের বেশি অর্থ ব্যয় হবে উন্নয়ন খাতে।

[৩] আর বড় প্রকল্পগুলোতে যাবে উন্নয়ন বাজেটের প্রায় ২৫ শতাংশ অর্থ। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে বলেন, ‘আমাদের সরকারের অন্যতম মৌলিক অঙ্গীকার হলো, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধি অর্জন। বাজেট প্রণয়নের ক্ষেত্রে উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের জন্য বেসরকারি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানি বাণিজ্যের প্রসার, ব্যবসাবান্ধব কর ব্যবস্থাপনা, আর্থিক খাতের সংস্কার, সরকারি বিনিয়োগ তথা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বৃদ্ধি ইত্যাদি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অগ্রাধিকার প্রাদান করা হয়ে থাকে।

[৪] অবকাঠামো খাতের মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু, পদ্মা সেতু রেল সংযোগ, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, মহেশখালীর মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা মেট্রোরেল ইত্যাদিসহ অবকাঠামো খাতের জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প।’বাজেটে সরকারের বাজেটে সরকারের ফাস্ট ট্রাক প্রকল্পসহ বড় প্রকল্পে বড় বরাদ্দ রাখা হয়েছে।

[৫] শুধু ফাস্ট ট্র্যাক প্রকল্পে যাবে সম্মিলিত ভাবে ৩৮ হাজার ৭০৭ কোটি টাকা।এর মধ্যে সর্বোচ্চ কক্সবাজারের মহেশখালীতে নির্মিতব্য মাতারবাড়ি ২৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ প্রকল্পে রাখা হয়েছে ৬ হাজার ১৬২ কোটি টাকা।

[৬] এছাড়া দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পে রাখা হয়েছে ১ হাজার ৪২৫ কোটি টাকা। মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও রুটের নির্মাণে রাখা হয়েছে ৪ হাজার ৮০০ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়