মঞ্জুরুল হক: প্রতি বাজেটেই তামাক এবং তামাকজাত পণ্যের দাম বাড়ানো হয়। তারপরও সর্বোচ্চ করদাতাদের কাতারে প্রথম সারিতে থাকে জর্দা কোম্পানি, কারিকর বিড়ি, নাসির বিড়ি, ইন্তাজ বিড়ি, আকিজ বিড়ি, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি এবং অপরাপর বিড়ি-সিগারেট কোম্পানিসমূহ। কারণ কী? ধূমপান নিরুৎসাহিত করতে? মোটেই না।
কারণ মানুষকে এসব খাওয়াতে হয় না। অধিকাংশ গরিব মানুষ এসবের কুফল জানতে পারে না। ছাড়তে না পেরে খায়, আর কষ্টের টাকায় ‘ব্যান্ডরোল ট্যাক্স’ হিসেবে ট্যাক্স দিতে বাধ্য হয়। আর এসব থেকে দূরে থাকা মাফিয়ারা হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়। আইনগতভাবেই কালোটাকা সাদা করে নেয়। বিড়ি বিক্রেতারাই এক সময় শিল্পগ্রুপের মালিক হয়ে বসে। এই দেশে আমদানিকৃত মোটরগাড়ির ট্যাক্স হওয়া উচিৎ ৫০০ শতাংশ থেকে ১০০০ শতাংশ। তা যেহেতু পারে না, তাই প্রান্তিক মানুষের বিড়ি-জর্দা থেকেই উসুল করা। ফেসবুক থেকে