শিরোনাম

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলো ডানহাতি পেসার তাসকিন আহমেদের। এরপর নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দারুণ বল করেছিলেন তিনি। একই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডেতে সিরিজে।

[৩] ২০২১ সালের জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে তাই আবারো অন্তুর্ভূক্ত হতে যাচ্ছেন তাসকিন। তার সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া এক বছরের নিষেধাজ্ঞার কারণে চুক্তি থেকে বাদ পড়েছিল সাকিবের নাম।

[৪] তাই এবার তিন ফরম্যাটের চুক্তিতে ফিরছেন তিনি। আর ইনজুরি ও বাজে ফর্মের কারণে তাসকিন গত ৩ বছর ধরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে। যদিও তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে শুধু ওয়ানডে এবং টেস্টের জন্য চুক্তিতে অন্তর্ভূক্ত হতে পারেন। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ'।

[৫] তারা জানিয়েছে, এ বছর ১৮ জন ক্রিকেটার বিসিবির কেন্দ্রিয় চুক্তিতে অন্তর্ভূক্ত হতে যাচ্ছেন। আগামী বোর্ড সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। যদিও ২০২০ সালের চুক্তিতে ১৭ জন ক্রিকেটার ছিলেন এবার ১ জন বেড়ে তা ১৮ জন করা হয়েছে।

[৬] বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ক্রিকবাজকে বলেন, বোর্ডের শেষ সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের পরবর্তী বোর্ড সভায় কতজন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে অংশ নিতে চলেছেন সে সম্পর্কে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।

[৭] তিনি আরো বলেন, আপনারা সবাই জানেন যে, আমরা মূলত জানুয়ারি-ডিসেম্বরের সময়কালের জন্য চুক্তিটি চূড়ান্ত করি। তবে আমরা এখনই এটি করছি কারণ আমরা গত বছর করোনভাইরাস প্রাদুর্ভাবের জন্য খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি।

[৮] নিজাম উদ্দিন বলেন, সুতরাং বাছাই প্যানেল এবং ক্রিকেট অপারেশন কমিটি সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সকে বিবেচনায় রেখে নামগুলি প্রস্তুত করছে। আমরা যদি পরবর্তী বোর্ডের সভায় নামগুলি পাই তবে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করবো।- ক্রিকবাজ/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়