শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাবাগানের চিকিৎসক হত্যায় ৫ দিনেও রহস্য উদঘাটন হয়নি, বাদীর সন্দেহ সাবলেটের তরুণী

মাসুদ আলম : [২] গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাবিরা রহমান লিপির হত্যাকাণ্ডের ৫ দিনও কোনো কুলকিনারা হয়নি। এ ঘটনায় ১৪ থেকে ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংশ্লিষ্টরা। এছাড়া ভিকটিমের রুমে পাওয়া পোড়া সিগারেটের দুটি অবশিষ্টাংশ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ভিকটিম নাকি অন্য কেউ ধুমপান করেছে তা মাধ্যমে উদঘাটনের চেষ্টা চলছে।

[৩] তদন্ত সংশ্লিষ্টরা জানায়, সাবিরা হত্যাকাণ্ডে পরিবারের কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। কারো সঙ্গে শত্রুতা বা রেষারেষি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের সাবলেট কানিজ সুবর্ণাসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুবর্ণা মডেলিংয়ের পাশাপাশি দারাজ অনলাইনে কাজ করেন। ওই বাসায় অনেকেরই আসা যাওয়া ছিলো। সাবিরার মোবাইল কললিস্ট যাচাই বাচাই করা হচ্ছে।

[৪] ডিবি পুলিশ জানায়, সুবর্ণার সম্পৃক্ততা এখনো পাওয়া যায়নি। তবে ওই বাসায় দীর্ঘদিন থাকার কারণে সাবিরার বাসায় কে কে যাতায়াত করতেন তিনি তা জানতেন। তবে রোববার রাতে সাবিরার কাছে কে এসেছিলেন তাকে দেখেনি বলে দাবি করেন। ওই ভবনে সিসিটিভির না থাকায় অপরাধীদের শনাক্তের বেগ পেতে হচ্ছে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

[৫] নিহতের মামাতো ভাই ও মামলার বাদী রেজাউল হাসান জানান, এই খুনের সঙ্গে একই ফ্ল্যাটে সাবলেটে থাকা কানিজ সুবর্ণা অথবা অন্য কোনো এক বা একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। গত সোমবার সকালে সাবিরার রক্তাক্ত ও দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৫] কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র চলেন, সাবিবর হত্যার ঘটনায় একাধিক বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়