শিরোনাম
◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে নারী পাচারকারি সিন্ডিকেট র‍্যাকেটের সঙ্গে জড়িত বাংলাদেশি গডফাদাররা (ভিডিও)

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার (৩ জুন) যমুনা টিভির এক প্রতিবেদনে নিজের মুখে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ভারত থেকে ফিরে আসা এক অসহায় কিশোরী।

[৩] তিনি বলেন, রাজধানীর হাতিরঝিলে বান্ধবীর সঙ্গে বেড়াতে এসে পরিচয় হয়েছিলো হৃদয় বাবু ওরফে টিকটক হৃদয় বাবুর সঙ্গে। তার বড় ভাইয়ের সঙ্গেও কথা হয়, পর্যায়ক্রমে তাকে নম্বর দেয়া হয়। এরপর বিভিন্ন সময় মোবাইলে কথা বলার মাধ্যমে হৃদয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পর গাজীপুরসহ বিভিন্ন রিসোর্টে নেয়া হয়। তারপর কুষ্টিয়া লালন শাহ্ মাজারে দেখতে যাওয়ার কথা বলে সাতক্ষীরাতে নেয়া হয়। সেখান থেকে কলকাতা হয়ে ব্যাঙ্গালুরে নেয়া হয়। বাধা দেয়া হলেও কোনও কাজ হয়নি।

[৪] তিনি আরও বলেন, ভারতে যাওয়ার পর একটা লোক আসে হৃদয়ের কাছে, তার হাতে আমাকে দেয়া হয়। সেই ব্যক্তি আবার আরেকজনের কাছে আমাকে হস্তান্তর করে। এভাবেই আমাকে হাত বদল করা হয়। ৭৭ দিন ধরে আমার ওপর অমানুষিক নির্যাতন চলে। বিভিন্ন সময় আমাকে নেয়া হতো দূরের কোনও হোটেলে। একেরপর এক মানুষ দিয়ে আমাকে ধর্ষণ করা হতো। তাদেরকে হৃদয় শিখিয়ে দিতেন। প্রায় সময় মাদক সেবন করানো হতো। এরপর অশ্লীল ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে দাবি করা হতো টাকা।

[৫] তার মতে, একেকটি র‌্যাকেটে কিশোরী-তরুণীর সংখ্যা ৩৫ থেকে ৫০ জন। এর নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে একেকজন গডফাদার। যাদের অধিকাংশই বাংলাদেশি। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়