ডেস্ক নিউজ: হনুমানটিকে আক্কেলপুর উপজেলার কানুপুর এলাকায় অবস্থান করতে দেখা যায়। দুপুরে দেখা যায়, হনুমানটি কানুপুর গ্রামের একটি সড়কের পাশে আম গাছে বসে আছে। সেখানে বিভিন্ন বয়সের উৎসুক জনতা হনুমানটিকে দেখার জন্য ভিড় করছে।
স্থানীয়রা বলছেন, কয়েক দিন আগে পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল এলাকা থেকে এটি এসেছে। তবে হনুমানটির মধ্যে শান্তভাব বিরাজ করায় এখনো কারোর ক্ষতি হয়নি। কেউ হাত বাড়িয়ে খাবার দিলে খাবারটা নিয়েই আবার গাছের ডালে বিচরণ করছে।
কানুপুর গ্রামের আব্দুর রশিদ বলেন, হনুমানটির খবর ৯৯৯ ফোন করে প্রশাসনকে জানানো হয়েছে। প্রাণিটির যেন কেউ কোন প্রকার ক্ষতি না করতে পারে সেজন্য গ্রামের সবাইকে আমরা সজাগ করেছি। তবে হনুমানটি কারো কোন ক্ষতি করেনি।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, আমরা প্রাণিটির গতিবিধি লক্ষ্য করছি। ইতোমধ্যে বিভাগীয় বন কর্মকর্তা এবং বন্যপ্রাণি ব্যবস্থাপনা বিভাগে জানানো হয়েছে। এটি প্রাপ্তবয়স্ক পুরুষ মুখপোড়া হনুমান। হনুমানটির কেউ কোন ক্ষতি বা তাকে কেউ কোন আঘাত না করতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম.এম হাবিবুল হাসান বলেন, এ বিষয়ে উপজেলা বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হনুমানের গতিবিধি লক্ষ্য করার জন্য ঘটনাস্থলে দুজন গ্রাম পুলিশ নিয়োজিত করা হয়েছে। মূলত খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে’। সূত্র: রাইজিংবিডি