শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:০৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে খাদ্যের সন্ধানে লোকালয়ে হনুমান

ডেস্ক নিউজ: হনুমানটিকে আক্কেলপুর উপজেলার কানুপুর এলাকায় অবস্থান করতে দেখা যায়। দুপুরে দেখা যায়, হনুমানটি কানুপুর গ্রামের একটি সড়কের পাশে আম গাছে বসে আছে। সেখানে বিভিন্ন বয়সের উৎসুক জনতা হনুমানটিকে দেখার জন্য ভিড় করছে।

স্থানীয়রা বলছেন, কয়েক দিন আগে পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল এলাকা থেকে এটি এসেছে। তবে হনুমানটির মধ্যে শান্তভাব বিরাজ করায় এখনো কারোর ক্ষতি হয়নি। কেউ হাত বাড়িয়ে খাবার দিলে খাবারটা নিয়েই আবার গাছের ডালে বিচরণ করছে।

কানুপুর গ্রামের আব্দুর রশিদ বলেন, হনুমানটির খবর ৯৯৯ ফোন করে প্রশাসনকে জানানো হয়েছে। প্রাণিটির যেন কেউ কোন প্রকার ক্ষতি না করতে পারে সেজন্য গ্রামের সবাইকে আমরা সজাগ করেছি। তবে হনুমানটি কারো কোন ক্ষতি করেনি।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, আমরা প্রাণিটির গতিবিধি লক্ষ্য করছি। ইতোমধ্যে বিভাগীয় বন কর্মকর্তা এবং বন্যপ্রাণি ব্যবস্থাপনা বিভাগে জানানো হয়েছে। এটি প্রাপ্তবয়স্ক পুরুষ মুখপোড়া হনুমান। হনুমানটির কেউ কোন ক্ষতি বা তাকে কেউ কোন আঘাত না করতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম.এম হাবিবুল হাসান বলেন, এ বিষয়ে উপজেলা বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হনুমানের গতিবিধি লক্ষ্য করার জন্য ঘটনাস্থলে দুজন গ্রাম পুলিশ নিয়োজিত করা হয়েছে। মূলত খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে’। সূত্র: রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়