শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বারো বছর পর ইসরায়েলে শেষ হচ্ছে নেতানিয়াহু যুগ, জোট গঠনে বিরোধী দলগুলোর শেষ মুহূর্তের দৌঁড়ঝাপ

আসিফুজ্জামান পৃথিল: [২] দেশটির নতুন প্রেসিডেন্ট আইজাক হেরজগ।

[৩] ইসরায়েলের স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময় রাত ২টা ৫৯) মিনিট পর্যন্ত ছিলো সরকার গঠন করার শেষ সময়। নেতানিয়াহু সরকারের পতন ঘটাতে তাই বুধবার সারাদিনই ব্যস্ত ছিলো বিরোধী দলগুলো। জোট গঠন করলেও বেনইয়ামিন নেতানিয়াহুর জোটের সঙ্গে এই জোটের আসন পার্থক্য হবে মাত্র একটি। আল-জাজিরা

[৪] জোট গঠনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন সাবেক টিভি উপস্থাপক ধর্মনিরপেক্ষ মধ্যপন্থী ইয়াইর লাপিদ। রোববার তাকে সমর্থন দেন ধর্মীয়
জাতীয়তাবাদী নাফতালি বেনেট। ইসরায়েলি চ্যানেল ১২ নিউজ জানায়, বুধবার সময় শেষের কিছুক্ষণ আগেই সরকার গঠনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন বেনেট।

[৫] ইসরায়েলি গণমাধ্যমগুলো মনে করে, নতুন সরকার বেশ ঝুঁকিপূর্ণ হবে। কারণ আসনের পার্থক্য বেশি নয়। তবে যদি বিচারিক ব্যবস্থায় পরিবর্তন আনা হয়, তবে তারা পেতে পারে লেবার পার্টির সমর্থন। বলা হচ্ছে এই সরকার ফিলিস্তিন ইস্যুতে নেতানিয়াহু সরকারের চেয়ে কম কঠোর হবে। তবে বেনেট সরকারের শরিক হওয়ায় এর উল্টো ঘটনা ঘটাও সম্ভব। হারেৎজ

[৬] এদিকে বুধবারের প্রেসিডেন্ট নির্বাচনে মিরিয়াম পেরেৎজকে পরাজিত করে ইসরায়েলের একাদশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আইজাক হেরজগ। ১২০জন আইনপ্রণেতা গোপন ব্যালটের নির্বাচনে তাকে জয়ী করেন। হেরজগের পক্ষে ভোট দেন ৮৭ জন আর পেরেৎজ এর পক্ষে ২৭। আগামী মাসে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্রেসিডেন্ট রেউভান রিভলিনকে সরিয়ে প্রেসিডেন্ট হবেন। তার মেয়াদ ৭ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়