শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৭ সিটির উন্নয়ন কর্মকান্ডের মূল্যায়ন চলছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে

সুজিৎ নন্দী: [২] স্থানীয় সরকার বিভাগ কর্মকর্তারা প্রকল্প কোন বিষয়ে উন্নয়নের অগ্রগতির প্রকৃতচিত্র, ৭০ ভাগ শেষ হওয়া প্রকল্পগুলো দ্রুত শেষ করা তাগাদাসহ অগ্রগতি সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করছেন। ঢাকা উত্তরের ৪টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২টি প্রকল্প দ্রুত কাজ শেষ করার জন্য আলোচনা চলছে।

[৩] দেশের সকল সিটি করপোরেশন থেকে উন্নয়নের তালিকা নিয়েছেন। ঢাকার দুটি সিটি করপোরেশন এলাকায় অবকাঠামোগত উন্নয়নে ৬টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের বাস্তবায়নের নির্ধারিত সময় প্রায় শেষ হতে চললেও গড়ে ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। ঢাকা দক্ষিণের ৪৭১ কোটি একটি প্রকল্পের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে।

[৪] নগরীর উন্নয়ন বিষয়ে মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণে বেশির ভাগ প্রকল্প শেষ পর্যায়ে। নতুন নতুন প্রকল্প নেয়া হচ্ছে। আমাদের পুরো উন্নয়নের চিত্র প্রচারিত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মকর্তারা কাজ করছেন।

[৫] ঢাকা উত্তরের নগরীর উন্নয়ন প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, নগরীর উন্নয়ন কাজ চলছে। ওয়াসা থেকে খাল নিয়ে খনন কার্য চলছে। কাজ দ্রুত শেষ হবে। এরপরে সার্বিক বিষয় নিয়ে কাজ করবো। অবশ্যই নতুন প্রকল্প নেয়া হবে।

[৬] স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, প্রকল্পের কাজ শেষ হলে রাস্তাঘাট তথা সার্বিক চেহারা বদলে যাবে। নাগরিকদের জীবনযাত্রার মান আরো কয়েকধাপ বেড়ে যাবে। একাধিক নির্বাহী প্রকৌশলী জানান, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি প্রকল্পগুলোর কাজ শেষ হবে।

[৭] নগরীর সকল প্রকল্পের পাশাপাশি পার্ক ও খেলার মাঠ উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১৭টির সংস্কার, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপন, আধুনিক জবাই খানা, কবরস্থান উন্নয়ন, শিশুপার্ক নির্মাণ, দুটি হাসপাতাল সংস্কার ও ১১টি ক্লিনার কলোনি নির্মাণ কাজ চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়