ডেস্ক নিউজ: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার (২ জুন) বিকেল ৩টা থেকে জাতীয় প্রেস ক্লাবে পূর্বনির্ধারিত এ আলোচনা সভা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর পর বিকেল ৪টার দিকে হঠাৎ করে মিলনায়তনের ভেতরে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে অনেকটা বিচলিত হয়ে পড়েন অন্য নেতাকর্মীরা। উপস্থিত সিনিয়র নেতারা তাদের থামানোর চেষ্টা করলেও এখনো উত্তেজনা চলছে বলে জানা গেছে।
আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ। সূত্র: ঢাকা পোস্ট