স্পোর্টস ডেস্ক: [২] এ বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে টালমাটাল অবস্থা দেশটির। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হওয়ার আভাস রয়েছে। যার তালিকায় আছে ওমাও। তবে এখনই এমন সিদ্ধান্ত নিচ্ছে না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
[৩] সংস্থাটি ভারতীয় ক্রিকেট বোর্ডকেই বরং ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে নিজেদের সিদ্ধান্ত জানাতে। মঙ্গলবার আইসিসি বোর্ড ভার্চ্যুয়াল বৈঠক করে। যেখানে ভারতীয় বোর্ড- বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ যুক্ত ছিলেন। পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া তাদের খবরে বলছে, আইসিসির কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। আইসিসি যাতে মত দিয়েছে।
[৪] হ্যাঁ, আইসিসি বোর্ড বিসিসিআইয়ের অনুরোধে সাড়া দিয়েছে। ভারতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের বিষয়ে তারা ২৮ জুন পর্যন্ত সময় পাচ্ছে। তারা আগামী মাসে তাদের পরিকল্পনা নিয়ে বোর্ডে আসবে। পিটিআইকে বলেছে আইসিসির সূত্র।
[৫] ভারতে বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে সেটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আরব আমিরাতের তিন ভেন্যুর সঙ্গে খেলা হতে পারে ওমানেও। - ক্রিকবাজ