শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৪:৩৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ জাহিদ হাসান: স্বদেশের শস্যকণা ইঁদুরের গর্ভে বিলীন!

সৈয়দ জাহিদ হাসান: সমাজের সর্বত্রই আজ অবক্ষয় দৃশ্যমান। এতো অন্ধকার, এতো অনাচার বাংলাদেশের সবুজ জমিনে পূর্বে কখনো দেখা যায়নি। মসজিদের ইমাম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকÑ সকলেই আজ গা-ভাসিয়ে দিয়েছেন পঙ্কিলতার নোংরা স্রোতে। মস্তিষ্ক বিকৃত হলে বদাভ্যাসের প্রাবল্য স্বভাবে দেখা দিতেই পারে, তাই বলে বাঘ্র কি বিষ্ঠা ভক্ষণ করবে? মানুষ যত সভ্য হবে, সমাজ ততোই সুন্দর থাকার কথা। এটাই প্রগতির পূর্বশর্ত। অথচ আজ আমরা প্রগতির বিরুদ্ধেই যেন যুদ্ধ ঘোষণা করে বসেছি। নিয়ম-কানুনের পরোয়া করছি না, মান-সম্মানের দিকে ফিরে তাকাচ্ছি না, মামুলি মুদ্রার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে সকলেই আজ মাথা কামিয়ে নিচ্ছি দুর্নীতির ক্ষুরে। এমন নির্লজ্জভাবে অর্থ উপাজনের কী মানে আছে? আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে আমলা থেকে কামলা পর্যন্ত সকলেই আজ হন্যে হয়ে ছুটছে কালো টাকার পেছনে। জ্ঞানকে বিসর্জন দিয়ে, বিবেককে বন্দি করে ব্যক্তিস্বার্থের কারাগারে, মানুষ আজ পশুত্বের চরম পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক দলের আদর্শহীন আচরণে দেশ এখন গভীর সঙ্কটে নিপতিত হয়েছে। বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক তৎপরতা অবরুদ্ধ করে, উন্নয়নের বুলি আওড়িয়ে অবক্ষয়ের চূড়ান্ত স্তরে নেমে যাওয়া এই জাতিকে এখন আর টেনে তোলা সহজ নয় বলেই মনে হচ্ছে।

বাংলাদেশে খুন এখন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই মস্তকবিহীন, হাত-পা ছিন্ন, অর্ধগলিত লাশ যেখানে-সেখানে পাওয়া যাচ্ছে। দিনে-দুপুরে সংঘবদ্ধ সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় শিশু সন্তানেরা সামনে নিহত হচ্ছেন অসহায় পিতা। চলন্ত বাসে ধর্ষকদের আদিম ক্ষুধার কাছে সতীত্ব হারাচ্ছে নম্র, নাজুক নারীযাত্রী। নারীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক মহলে যে সুনাম অর্জন করেছিল, তা আজ ম্লান হতে চলেছে, সর্বক্ষেত্রে নারীর অনিরাপদ জীবনযাপনের জন্য। পুঁজিবাদী সমাজ নারীকে চিরকালই ভোগ্যপণ্য মনে করে। বাংলাদেশ সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হলেও এর ভেতরের কাঠামো পুঁজিবাদী আত্মা দ্বারা আবৃত। রাষ্ট্রের অর্থ-সম্পদ লুট করে সন্ত্রাসীরা আজ শিল্পপতি সেজেছে, ভূমিদস্যুরা দখল করেছে আবাসন খাত, অবকাঠামো উন্নয়নের দালালেরা আজ দাপটের সঙ্গে লোপাট করছে বাজেট বরাদ্দ। যে যেখানে চেয়ার পেতে বসেছে, সেখান থেকেই সে টাকার খনি আবিষ্কার করছে। দুর্নীতিবাজ শোষক মানুষের স্বার্থের কাছে সাধারণ মানুষ এতোটাই জিম্মি হয়ে পড়েছে যে, মুখ ফুটে টু শব্দ করার উপায় নেই। তবু এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য, শিক্ষাসহ যাবতীয় সেবাখাত! দেশের মানুষ কতোটা বোকা হলে, অবক্ষয়কে উন্নয়ন বলে মেনে নেয়, বাংলাদেশে জন্ম না হলে এ কথা উপলব্ধি করা যাবে না।

নৈতিক উন্নয়ন ছাড়া বিশ্বের কোনো দেশ উন্নতির শিখর স্পর্শ করতে পারেনি। উন্নত বিশ্ব বলতে যা বোঝায় তার মূলে রয়েছে নৈতিক শিক্ষার আশ্চর্য সাফল্য। নৈতিক শিক্ষার সঙ্গে যখন আইনের শাসন যুক্ত হয় তখন সেই জাতি হয় সত্যিকারের উন্নত জাতি। বাংলাদেশে এখন এই দুটো জিনিসের তীব্র অভাব দৃশ্যমান। নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ক্ষমতাবানরা যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কেউ দেখার নেই। আর যদি কেউ থাকেনও তবু তিনি দেখছেন না, দেখার প্রয়োজনীয়তাও বোধ করছেন কিনা সন্দেহ।

রাজনীতি হলো একটি দেশের মূল চালিকা শক্তি। রাজনীতিতে যখন নীতিহীন মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন দেশের সমস্ত শুভ সম্ভাবনা মুখ থুবড়ে পড়ে। বাংলাদেশে গত দুই দশকে রাজনীতিতে যত সুবিধাবাদী-নীতিবর্জিত নেতার আবির্ভাব ঘটেছে, তাদের সঠিক সংখ্যা নিরুপণ করা শুধু কঠিন নয় অসম্ভবও। মাদক ব্যবসায়ী, লুণ্ঠনকারী, নারীলোভী, দুস্যপ্রবৃত্তির মানুষ যেন বেনো জলের মতো ঢুকে পড়েছে রাজনৈতিক রঙ্গমঞ্চে। সৎ রাজনৈতিক নেতার সংখ্যা অসৎ নেতাদের ভিড়ে ক্রমেই লোপ পাচ্ছে।

এভাবেই যদি অপ্রতিরোধ গতিতে সবকিছু চলতে থাকে, তাহলে এদেশ হবে পশুদের দেশ বলে খ্যাত এক আশ্চর্য ভূখণ্ড। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এত অনাচার ও দুর্নীতি দিবালোকে হতে পারে না। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আজ কারো মাথা ব্যথা নেই। সবাই যার যার ভবিষ্যৎ ভাবনা নিয়ে ব্যস্ত। বিদেশি শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের লুট করার পাশাপাশি বাঙালিরাও বাংলাদেশের অর্থ-সম্পদ-মান-সম্মান লুট করে বিদেশে পাচার করছে বাংলাদেশ ত্যাগ করার বাসনা নিয়ে। এক অন্ধ, অদ্ভুত জাতি আমরা। পরিশ্রম না করে বড় লোক হওয়ার তীব্র লোভে সবাই আজ দিকভ্রান্ত। মেরুদণ্ডহীন কেঁচোর মতো আমরা সবাই পেট ভরে বিষ্ঠা সঞ্চয়ে ব্যস্ত। সরকারও কী মেরুদণ্ডহীন, মলে মজ্জমান? Clr সংক্ষেপিত। লেখক : সহকারী অধ্যাপক, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার

  • সর্বশেষ
  • জনপ্রিয়