জিএম মিজান : [২] বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে খোরশেদ আলম (৬০) ও মইন উদ্দিন (৮০) দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত খোরশেদ আলম সদরের বাসিন্দা ও মইন উদ্দিন কাহালুর বাসিন্দা। খোরশেদ আলম টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ও মইন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় তাদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
[৩] একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১২জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২হাজার ২৯১জন। করোনা থেকে সুস্থ হয়েছে ২৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১১হাজার ৭০৫জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ২৭০জন। নতুন করে দুই জনের মৃত্যু হওয়ায় এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩১৬জন। গত ২৪ ঘণ্টায় ১০৫টি নমুনা পরীক্ষায় ১২জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সদর উপজেলার ৯জন, আদমদীঘিতে ২জন ও শেরপুর উপজেলার একজন রয়েছে।
[৪] বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহীন এ প্রতিবেদক-কে বলেন, করোনায় আক্রান্তদের জটিল রোগীদের হাসপাতালে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী