শিরোনাম
◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন: শফিকুল আলম ◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান: সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী ◈ জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ ◈ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশ-‘জুলাই যোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ ৫ বছর মেয়াদি পরিকল্পনা গাজা পুনর্গঠনে, ব্যয় ৬৭ বিলিয়ন ডলার ◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোনো প্রকল্পের জন্য পরিবেশ অধিদফতরের ছাড়পত্র চেয়ে আবেদন করা হলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে সেটিকে মৌন সম্মতি হিসেবে বিবেচনা করতে হবে: প্রধানমন্ত্রী

বাশার নূরু:[২] মঙ্গলবার একনেক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে এ কথা জানান।

[৩] পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এর ক্ষেত্রে পরিবেশ উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। কেননা আমাদের পরিবেশ যেমন বাঁচাতে হবে, তেমনি উন্নয়ন কর্মকাণ্ডও অব্যাহত রাখতে হবে। শিল্পকারখানাও করতে হবে। এসব বিবেচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন।

[৪] তিনি বলেন, কোনো প্রকল্পের আওতায় গাছ কাটা হলে সেখানে প্রচুর নতুন গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, বেশি বেশি গাছ লাগাতে হবে যেন পরিবেশের ক্ষতি পুষিয়ে ওঠা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র এলাকায় পর্যটকদের আকৃষ্ট করতে একটি রেস্টুরেন্টও তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেছেন, সেখানে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেন তরুণ-তরুণীরা বেড়াতে যেতে আগ্রহী হয়। তাদের ঘুরে-ফিরে দেখার মতো পরিবেশ তৈরি হয়।

[৫] নদী ও খাল নিয়েও বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী জানান, এ সংক্রান্ত নির্দেশনায় প্রধানমন্ত্রী নদীর সঙ্গে সংযোগ খাল যেন কোনোভাবেই বন্ধ না হয়, সেদিকে খেয়াল রাখতে বলেছেন। কেননা এসব খাল দিয়ে নদীর পানি যাতায়াত করে থাকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়