শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনীতির দাবিদার ভারত ও বাংলাদেশকে ভিখারী বলা পাকিস্তানও এখন বাংলাদেশের চেয়ে গরীব

আসিফুজ্জামান পৃথিল: [২] ঢাকাকে অনুসরণ করার বিকল্প নেই দিল্লি ও ইসলামাবাদের বলছেন বিশেষজ্ঞরা।

[৩] অর্ধশতাব্দী আগে বাংলাদেশ তুলনায় অনেক বেশি ধনী আর শক্তিশালী পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলো। পাকিস্তান সামরিক বাহিনীর মার্কিন বন্ধুরা বারবার বলেছেন, এটি একটি ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে। হেনরি কিসিঞ্জারের তলাহীন ঝুড়ির তকমা বহুদিন বাংলাদেশকে বয়ে বেড়াতে হয়েছে। ব্লুমবার্গ

[৪] সেই বাংলাদেশের মাথাপিছু আয় এক বছরে ৯ শতাংশ বেড়েছে এখন ২ হাজার ২২৭। আর পাকিস্তানের মাথাপিছু আয় ১ হাজার ৫৪৩ ডলার। ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ৭০ শতাংশ ধনী ছিলো আর আজ বাংলাদেশ ৪৫ শতাংশ বেশি ধনী। পাকিস্তানি অর্থনীতিবীদরাই বলছেন, ২০৩০ সালের মধ্যে ঢাকার কাছে আর্থিক সহায়তা নিতে পারে ইসলামাবাদ।

[৫] অতি আত্মবিশ্বাসী ভারতও হুট করে টের পেয়েছে, তারা বাংলাদেশের চেয়ে দরিদ্র। ২০২০-২১ সালে ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার। ভারতের অতি ডানপন্থী গ্রুপগুলো বলার চেষ্টা করছে, অতি দারিদ্রতার কারণে বাংলাদেশি অবৈধ অভিবাসীতে ভেসে গেছে তাদের দেশ। কিন্তু বাস্তবতা হলো পুরো ভারত তো বটেই, সীমান্তবর্তী যে কোনও রাজ্যের চেয়েই বাংলাদেশ অনেক অনেক বেশি ধনী।

[৬] যখন জিডিপি’র সংখ্যা প্রকাশ পায়, দেখা যায় ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমগুলো অস্বীকৃতি আর তুলনা নিয়ে ফেটে পড়ে। আর বাংলাদেশি গণমাধ্যমগুলো করে তুলনামূলক সংযত আচরণ। এটা আসলে আত্মবিশ^াসেরই প্রকাশ।

[৭] ৩টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের প্রবৃদ্ধি। এগুলো হলো; রপ্তানি, সামাজিক উন্নতি এবং আর্থিক সক্ষমতা। ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রতিবছর ৮.৬ শতাংশ হারে, আর বিশে^র বেড়েছে ০.৪ শতাংশ হারে। এছাড়া নারীদের শ্রমে যুক্ত করতে পেরেছে বাংলাদেশ, যা পারেনি ভারত ও পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়