সুমাইয়া ঐশী: [৩] যুক্তরাষ্ট্রের টেনিসিতে শনিবার এ বিমান দুর্ঘটনা ঘটে। কেসনা সি৫০১ ছোট বিমানটি বিকল হয়ে একটি খালে পড়ে গেলে এ ঘটনা ঘটে। জোয়িসহ আরও সাতজন ছিলেন ঐ বিমানটিতে। এর মধ্যে আছেন তার স্ত্রী, তাদের জামাতা বার্ডন হান্নাহ, জেনিফার-ডেভিড মার্টিন দম্পতি এবং জেসিকা-জোনাথন ওয়াল্টার্স দম্পতি। বিবিসি
[৪] জোয়ির পরিবারকে বহনকারী এই বিমানটি ফ্লোরিডার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো। যাত্রাপথে শনিবার ন্যাশভিলের ১২ কিলোমিটার দক্ষিণে পের্সি প্রিস্ট লেকে পড়ে যায় বিমানটি। ঐদিনই রাতে উদ্ধারকর্মীরা জানান, কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে এখনও কারও মরদেহ উদ্ধার করা যায়নি। ওয়াশিংটন পোস্ট
[৫] ১৯৮৯ সালে টারজান ছবির মাধ্যমে পরিচিতি পান জোয়ি লারা। এরপর ২০০২ সালে অভিনয় থেকে সরে গিয়ে গান নিয়ে ক্যারিয়ার গড়েন তিনি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল