হাসনাত কাইয়ূম: আমাদের অনেকে প্রশ্ন করে ‘আপনারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলেন, এটা বাস্তবায়নের পথ কি? এটা কিভাবে সম্ভব?’ আমাদের উত্তর হলো, রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান সংস্কারের সবচেয়ে শান্তিপূর্ণএবং গ্রহণযোগ্য পথ হলো ‘সংবিধান(সংস্কার) সভা’র নির্বাচন ।
মুশকিল হলো আমাদের জনগণ গত ৫০ বছরে এমন নির্বাচন দেখেননি । ৫০ বছর আগে ১৯৭০ সালে এবং তারও আগে ১৯৪৬ সালে যে এমন ২টা নির্বাচন হয়েছিলো, একথা জনগণকে কেউ জানায়নি । ফলে বিষয়টা তাদের কাছে প্রায় অচেনা, অনেকটা ধোঁয়াশাচ্ছন্নও। আমাদের দেশকে, সমাজকে, মানুষকে, প্রকৃতিকে রক্ষা করতে হলে সংবিধান (সংস্কার) সভার নির্বাচনই এখন একমাত্র পথ। তাই সংবিধান (সংস্কার) সভার নির্বাচন নিয়ে আলাপা-আলোচনা এবং ওই নির্বাচন পর্যন্ত পৌঁছার পথ-ঘাট নিয়ে কথা-বার্তা বলা এবং কাজকর্ম করাই এই সময়ের সবচেয়ে জরুরি রাজনৈতিক কর্তব্য। ফেসবুক থেকে