শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে মানহানির অভিযোগে আইনজীবিসহ ৬ জনের নামে জিডি

জাহাঙ্গীর লিটন: [২] লক্ষ্মীপুরে এক আইনজীবিসহ ৬ জনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন মোঃ মাহফুজুর রহমান নামে এক কম্পিউটার প্রকৌশলী। ২৮ মে শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিরূপ মন্তব্য করায় এ জিডি করা হয়। ২৯ মে শনিবার বিকেল ৩ টার দিকে সদর থানার ওসি মোঃ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

[৩] অভিযুক্তরা হলেন, মোঃ মঞ্জুরুর রহমান, হাসান আল মাহমুদ, আশ্রাফুর রহমান, মাহবুবুর রহমান, মাহিনূর আক্তার নিপু ও জাকির হোসেন মঞ্জু। এর মধ্যে হাসান আল মাহমুদ পেশায় একজন আইনজীবি। তারা উভয়ে লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

[৪] জিডিতে উল্লেখ করা হয়, অভিযোগকারী মাহফুজুর রহমান পেশায় একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত। অভিযুক্তদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে ইতোপূর্বে সদর থানায় একটি জিডি করা হয়। যা পরবর্তীতে আদালতে (ননজিআর ৯১/২০২০) চলমান রয়েছে। এর আগে একই বিরোধকে কেন্দ্র করে প্রকৌশলী মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মিছ মামলা দায়ের করা হয়।

[৫] এছাড়া আদালতে একটি বন্টক মামলা দায়ের করা হয়। এসব বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা ফেসবুকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন বিরুপ মন্তব্য করেন। এছাড়া বিভিন্ন সময় এলাকায় তাহার (মাহফুজুর রহমান) বিরুদ্ধে মানহানিকর, কু-রুচিপূর্ণ কথাবার্তা বলে। সম্প্রতি ফেসবুকে কিশোরগ্যাং আখ্যা দিয়ে পোস্ট দেন জৈনেক ব্যক্তি। যাতে ওই প্রকৌশলীর মানহানি হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়।

[৬] জিডির বিষয়ে প্রথম অভিযুক্ত মোঃ মঞ্জুরুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি। পরে অভিযুক্ত জাকির হোসেন মঞ্জু মুঠোফোনে জানান, জিডির বিষয়ে তিনি কিছুই জানেন না। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়