শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ২৮ মে, ২০২১, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার বিকল্প নেই: এসএম কামাল হোসেন

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল আরও বলেন, বিশ্ব নেতারাও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। ভারতের চেয়ে মাথা পিছু আয় বাংলাদেশ অনেক এগিয়ে। শেখ হাসিনার দেশ প্রেম, সততার কারণেই এটা সম্ভব হয়েছে।

[৩] তিনি বলেন, দুযোর্গ মোকাবিলায় বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সততায় বিশ্বের সেরা প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এসেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে বলেছেন, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে আশা জাগিয়েছে।

[৪] এসএম কামাল হোসেন বলেন, করোনার শুরু থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ছিল। অন্য কাউকে খুজে পাওয়া যায়নি। যখন সন্তানের লাশ বাবা ধরতো না, মায়ের লাশ ছেলেরা জঙ্গলে ফেলে রেখে চলে যায়, তখন এগিয়ে আসে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

[৫] তিনি আরও বলেন, সরকারি সহযোগীতা ছাড়াও প্রথম ধাপে করোনার সময় ১ কোটি ২৫ লাখ পরিবারকে খাদ্য সহায়তা, নগদ ১০ কোটি টাকা বিরতণ করেছে দলীয়ভাবে। দ্বিতীয় ধাপে ৩৫ লাখ পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। ত্রাণ উপকমিটির নেতৃত্বে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়েছে। অতি বাম আর অতি ডান ঘরে শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করেন। কেউ এক ছটাক চাল নিয়ে মানুষের পাশে দাঁড়ায়নি।

[৬] শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত করোনা ভাইরাসের উচ্চ সংক্রমিত জেলাগুলোতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৭] এতে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যদের মধ্যে ডা. হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনু, মো. খলিলুর রহমান, নুরুননবী ভুইয়া কামাল, মো. মিজানুর রহমান, মো.মাহবুব রশীদ, আকাশ জয়ন্ত গোপ, রফিকুল ইসলাম রনি, আমিনুল ইসলাম খান আবু, শাহ মোস্তফা আলমগীর, বেলাল মোহাম্মদ নুরী, প্রমথ বড়ুয়া, মো. শাহজালাল, পার্থ রহমান, মো. ফারুকুজ্জামান, খালিদ হোসাইন খান বিপু, কাজী জামাল হোসেন, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সীমান্ত, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়