বাশার নূরু: [২] জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী।
[৩]আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিনটি উপলক্ষে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্য এবং আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হবে। শনিবার বেলা ১১টায় সেনাকুঞ্জে ওই অনুষ্ঠান হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৪]অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর একটি বিশেষ উপস্থাপনাও পরিবেশন করা হবে। মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক ব্যক্তিরাও সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
[৫] বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
[৬] এছাড়া সকালে ‘শান্তিরক্ষী দৌড়-২০২১’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন।
[৭] বিশ্বব্যাপী শান্তিরক্ষায় কর্মরতদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ২০০৩ সাল থেকে প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের দিক দিয়ে বাংলাদেশ রয়েছে সামনের কাতারে।