সমীরণ রায়: [২] ঢাকা ওয়াসার আওতাধীন সায়েদাবাদ পানি শোধন প্রকল্প (ফেজ ৩) বাস্তবায়নে যৌথ সমীক্ষা কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কমিটি সমীক্ষা পরিচালনা করে প্রকল্পের জন্য যে পরিমাণ জমি প্রয়োজন তা বরাদ্দ দিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
[৩] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানের এক অফিস আদেশে সম্প্রতি ৭ সদস্য বিশিষ্ট যৌথ সমীক্ষা কমিটি গঠনের তথ্য জানানো হয়।
[৪] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশের প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল-৫ এর প্রধান নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৫ এর প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মনোনীত উপযুক্ত প্রতিনিধি এবং ঢাকা ওয়াসা কর্তৃক মনোনীত উপযুক্ত প্রতিনিধি।