আসাদুজ্জামান বাবুল : [২] গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ্ব-১৭)-২০২১ উদ্বোধন করা হয়েছে।
[৩] কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
[৪] এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ও অন্যান্য ক্রীড়া নেতৃবৃন্দ ছাড়াও নানান পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে সরকার দলীয় নেতা মো, আয়নাল হোসেন শেখ বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ,কিন্ত তিনি পারেননি।
[৫] ৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকের দল স্বপরিবারে তাকে হত্যা করেছেন। সে সময় বিদেশে থাকার কারনে প্রানে বেচে যাওয়া তারই কন্যা দেশের সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা জাতিরপিতার সপ্নের সোনার বাংলা গড়তে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন।
[৬] স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা গড়তে আসুন আমরা সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে মহান নেতা বঙ্গবন্ধুর সপ্ন পুরোনে শেখ হাসিনাকে সহায়তা করি।