শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ার ভাদাইল থেকে জীবিত নবজাতক উদ্ধার

মাসুদা ইয়াসমিন : [২] ঢাকার আশুলিয়ায় সবজি ক্ষেত থেকে এক জীবিত নবজাতককে (কন্যা) উদ্ধার করেছে স্থানীয়রা। এঘটনায় উদ্ধার হওয়া শিশুটিকেকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

[৩] পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার ভাদাইল এলাকার বিমানপল্ট্রির পাশে একটি শাক ক্ষেতে হালিমা নামের এক নারী নবজাতকটিকে দেখতে পায়। এসময় তিনি এলাকাবাসীকে জানালে আরও ১০ থেকে ১২ জন উপস্থিত হয় ঘটনাস্থলে। পরে নবজাতককে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কতৃপক্ষ থানায় অবহিত করলে হাসপাতাল পরিদর্শন করে পুলিশ।

[৪] আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। শিশুটি অসুস্থ্য হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কিভাবে ওই এলাকায় নবজাতকটি এলো তার কোন হদিস পাওয়া যায় নি। তবে সুস্থ্য পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

[৫] নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (হাসপাতাল অপারেশন) হারুন ওর রশিদ বলেন, নবজাতকটিকে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু বাবা মায়ের পরিচয় জানতে চাইলে এ নিয়ে দ্বিধা-দ্বন্দে পরেন তারা।

[৬] এঘটনায় থানা পুলিশকে অবহিত করে আমরা চিকিৎসা শুরু করি। প্রথমে শিশুটিকে নিওনেটাল ওয়ার্ডে ভর্তি করা হয়। নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে, পালসও অনেক কম। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়