শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি-মগজ ছাড়া জন্ম নেওয়া শিশুটি মারা গেছেন

তৌহিদুর রহমান : [২] মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] এর আগে সোমবার (২৪ মে) বিকেলে একই হাসপাতালে মাথার খুলি ও মগজবিহীন ওই শিশুর জন্ম দেন তানজিনা বেগম নামের এক নারী।

[৪] খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলার শহীদ মিয়ার মেয়ে তানজিনা বেগমের সঙ্গে একই উপলোর ভলাকুট গ্রামের সফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিনের বিয়ে হয় দুই বছর আগে। তানজিনা অন্তঃসত্ত্বা হলে

[৬] আলট্রাসনোগ্রাফিতে দেখা যায়, তার গর্ভে থাকা শিশুর শারীরিক অবস্থা ভালো নয় এবং মাথার খুলি থাকবে না। সোমবার বিকেলে প্রসববেদনা উঠলে তানজিনাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি হয় তানজিনার। এ সময় মাথার খুলি ও মগজবিহীন কন্যাশিশুর জন্ম দেন তিনি।

[৭] জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. আক্তার হোসেন জানান, ফলিক অ্যাসিডের অভাবে এ ধরনের শিশুর জন্ম হয়। শিশুটির পরিবার উন্নত চিকিৎসা করোনার জন্য রাজি ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়