শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৮:৩৬ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ ৫৭ বছর পর জমির দখল পেলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পূত্র শাহ নূর জালাল

জাকারিয়া জোসেফ: [২] মঙ্গলবার বিকেলে উপজেলার তাড়ল ইউনিয়নের জালালপুর মৌজার জেএলনং ১৩৪, খতিয়ান ১০১, দাগনং ২৫৩ এর ২ একর ১১ শতাংশ বন্দোবস্ত ভূমির দখল সরে জমিনে প্রশাসনের কাজ থেকে বুঝে নেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একমাত্র পূত্র শাহ নূর জালাল বাবুল।

[৩] এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট সুহেল আহমেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল,দিরাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই থানার এসআই মৃদুল সরকার, তাড়ল গ্রামের সালিশ ব্যক্তিত্ব খলিল চৌধুরী প্রমুখ।

[৪] এ ব্যাপারে বাউল সম্রাট পুত্র শাহ নুর জালাল বাবুল বলেন, ৫৭ বছর আগে জালাল পুর মৌজার ২ একর ১১শতক খাস জমি সরকার আমার বাবার নামে বন্দোবস্ত দেন। দীর্ঘদিন আমাদের জমিটি প্রভাবশালীদের দখল ছিল, আমরা অনেক চেষ্টা করে ও বাবার জীবদ্দশায় দখল আনতে পারিনি। বহুদিন পরে হলেও আজ উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক সহ সুশীল সমাজের উপস্থিতিতে আমাদের জমির দখল এনে দিয়েছেন, এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্ব জিৎ রায় সহ সকলকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম শুধু দিরাইবাসীর নয় তিনি হলেন বাংলাদেশের গৌরব , চির কিংবদন্তি বাউল সম্রাট আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। নির্লোভ, নিরহংকার একজন সাদা মনের মানুষ হিসেবে তিনি সবার কাছে চির অম্লান, তাঁর কীর্তির মুল্যায়ন করেই সরকার তাঁকে খাস জমি বন্দোবস্ত দিয়েছিলেন। বর্তমানে রেকর্ডে তাঁর নাম রয়েছে। আজ বাউল সম্রাটের একমাত্র উত্তরাধিকারী, বাউল পূত্র শাহ নুর জালাল কে বন্দোবস্তের জমিটি বুঝিয়ে দিতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। আমি আশাবাদী এলাকার সর্বস্তরের জনগন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি কে অম্লান রাখতে কাজ করে যাবেন।

[৬] পৌর মেয়র বিশ্বজিৎ রায় বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম আমাদের ভাটি অঞ্চলের অহংকার। তিনি সারা বিশ্বে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন, বাউল গানের সম্রাট শাহ আব্দুল করিমের পরিবার কে সহায়তা আমাদের নৈতিক দায়িত্ব। আজ বন্দোবস্তের জমি তাঁর উত্তরসূরির কাছে বুঝিয়ে দিতে পেরে সত্যই ভালো লাগছে। আমি প্রশাসনসহ সকল কে ধন্যবাদ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়