শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অনিশ্চয়তা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ

কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার বাংলাদেশ সফররত জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি ভলকান বজকির সৌজন্য সাক্ষাতে এ উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হানিা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করা হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

[৩] মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পরিস্থিতির কারণে সেটি আরো অনিশ্চিত হয়ে গেছে।

[৪] প্রধানমন্ত্রী বলেন, এক লাখের বেশি রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর নেওয়া যেতে পারে। এখন পর্যন্ত সেখানে ১৮ হাজারের বেশি রোহিঙ্গাকে নেওয়া হয়েছে।

[৫] এক মিলিয়নের বেশি রোহিঙ্গাকে মানবিক দিক বিবেচনায় আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) প্রেসিডেন্ট ভলকান বজকির।

[৬] কোভিড-১৯ পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে সচল রাখতে প্রণোদনা প্যাকেজ ও সব শ্রেণী পেশার মানুষের জন্য সহযোগিতা করা হয়েছে। যা এখনও চলমান রয়েছে।

[৭] শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীর ক্ষমতায়নের উদ্যোগ নিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে।

[৮] এবছর সরকারপ্রধানদের সশরীরে উপস্থিতির মাধ্যমে জাতিসংঘের সাধারণ অধিবেশন করার চিন্তা-ভাবনার কথা জানান জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি ভলকান বজকির।

[৯] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লিঙ্গ বৈষম্য ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ সারা বিশ্বের সামনে একটি দৃষ্টান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়