জেরিন আহমেদ: [২] মহামারী করোনা সংক্রমণ রোধে উপহার হিসেবে পাওয়া চীনের সিনোফার্মের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা প্রথম ব্যক্তি হিসেবে এই গ্রহণ করেন।
[৩] দেশে চীনের প্রথম টিকা নিতে পেরে স্বস্তি ও সবাইকে ধন্যবাদ জানিয়েছে সমতা। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও অনুরোধ করেন । পরে ঢামেকের ২শ ৫৭ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।
[৪] এসময় চাহিদ মালেক বলেন, দশ দিনের মধ্যে দেশে সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এই টিকার প্রয়োগ শুরু হবে বলেও জানান মন্ত্রী।
[৪] ঢাকার ৪টি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের শরীরে প্রয়োগের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি চালু হয়।পর্যায়ক্রমে মেডিকেলের সব শিক্ষার্থীদের আওতায় আনা হবে। সূত্র: বাংলা নিউজ, সময় টিভি