মাসুদ আলম : [২] গ্রেপ্তারকৃতরা হলেন- শারমিন আক্তার জেসমিন ও রাজীবুল হাসান ওরফে রাজীব।
[৩] র্যাব-৪ এর সহকারী পরিচালক জিয়াউর রহমান চৌধুরী বলেন, সোমবার দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ১১০ টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।
[৪] জিজ্ঞাসাবাদে জানা গেছে, জেসমিন ও রাজীব বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।