মাসুদ আলম: [২] ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের একটি টিম বিএফডিসি এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- কালাম, সাব্বির, সেলিম ও সোহেল।
[৩] তিনি আরও বলেন, রোববার রাতে উত্তর বাড্ডা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ নাফিস ও শাকিলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের রমনা বিভাগ।
[৪] এডিসি বলেন, অপরদিকে রোববার শাহজাহানপুর থানার টিটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ মিজান মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে বিক্রি করতো।