সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার ধুনট এলাকা থেকে সরকারি খাদ্য সহায়তার পাচার হওয়া সাড়ে ১৩ মণ (৫৪০ কেজি) চাল উদ্ধার করেছে পুলিশ।
[৩] সোমবার ৯৯৯-এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার সকাল সাড়ে ১০টায় নাম পরিচয় গোপন রাখার শর্তে বগুড়ার ধুনট থানাধীন শিকাচি ইউনিয়নের সুলতানহাটা গ্রাম থেকে একজন ফোন করে জানান, সেখানে এক চাল ব্যবসায়ীর গুদামে সরকারি খাদ্য সহায়তার চাল পাচারের উদ্দেশে লুকিয়ে রাখা হয়েছে।
[৪] আনোয়ার বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং গুদামে তল্লাশি করে। এ সময় খাদ্য অধিদপ্তরের সিল মারা সরকারি খাদ্য সহায়তার ১৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
[৫] গুদামের মালিক একই গ্রামের নাসির। বর্তমানে তিনি পলাতক। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন এবং গুদাম মালিককে আটকের চেষ্টা চলছে।