শিরোনাম
◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ওষুধ ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত গলাকাটা লাশ উদ্ধার

হারুন-অর-রশীদ : [২] জেলা ভাঙ্গার সোলাইমান মল্লিক (৪৭) নামের এক ওষুধ ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের দাবি। সোমবার (২৪ মে) ভোর রাতে গোপালগঞ্জের মোহাম্মাদ পাড়া নামক এলাকার একটি ২য় তলার বাসা থেকে ওই ব্যাবসায়ীর লাশ উদ্বার করা হয়।

[৩] নিহতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার গঙ্গাদরদী গ্রামে। সে ওই গ্রামের আব্দুল মল্লিকের ছেলে।

[৪] নিহতে স্ত্রী আরিফা বেগম অভিযোগ করে বলেন, শারমিন আক্তার নামের এক মহিলার সাথে আমার স্বামীর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে কোন কিছু না বলে দোকান হয়ে গোপালগঞ্জে চলে যায়। গত শুক্রবার সকালে ফোন দিলে বলে আমি ঝামেলায় আছি বলে কেটে দেয়। এরপর তার আর কোন খোঁজ না পেয়ে, শনিবার সন্ধ্যায় আমি সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করি।

[৫] তিনি বলেন, পরকীয়ার জের ধরে এই হত্যাকান্ডটি ঘটিয়েছে। নির্মম ভাবে খুন হওয়া সোলাইমানকে হারিয়ে পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে চলছে কান্নার রোল।

[৬] গোপলগজ্ঞ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোলাইমানের পঁচন ধরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগজ্ঞ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকান্ডটি ঘটতে পারে। ২-৩ দিন পূর্বে তাকে বাসার মধ্যে মেরে ফেলে রেখে চলে যায় ঘাতকেরা। ঐ বাসা থেকে যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়