মিনহাজুল আবেদীন: [২] ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার দুইটি ডোজ ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সক্ষম একটি গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
[৩] এই দুইটি টিকার যে কোনোটির দুই ডোজ নেয়া হলে তা ইউকে ভ্যারিয়েন্টের মতো ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও সুরক্ষা দিতে পারে। প্রথম ডোজ নেয়ার তিন সপ্তাহ পরে এসব টিকা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৩৩ শতাংশ কাজ করে। তবে কেন্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এটি ৫০ শতাংশ সক্ষম।
[৪] গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু এড়াতে এসব টিকা আরও বেশি কার্যকরী ভূমিকা রাখছে। ফাইজারের টিকা দ্বিতীয় ডোজ দেয়ার পর সেটি ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ ঠেকাতে ৮৮ শতাংশ, কেন্ট ভ্যারিয়েন্ট ঠেকাতে সেটা ৯৩ শতাংশ কার্যকরী বলে প্রমাণিত হয়েছে।
[৫] রোববার বিবিসি বাংলায় স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা নিক ট্রিগেল জানান, ভাইরাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষার বিষয়টি সবসময়েই বেশি গুরুত্ব পেয়েছে। যা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার এবং অ্যাস্ট্রজেনেকার এই উচ্চ মাত্রার সুরক্ষা দেয়ার ক্ষমতা সবাইকে অনেক বেশি আশ্বস্ত করেছে। এগুলোর মাধ্যমে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে। সম্পাদনা: রাশিদ