ড. আসিফ নজরুল: ডয়চে ভেলে থেকে খালেদ মুহিউদ্দীন যে টক-শো টা করেন তার অ্যাভারেজ ভিউ হচ্ছে কমপক্ষে ৪ লাখ (৪০০ক) । আর বাংলাদেশে যে টক-শো-টি এখন সবচেয়ে জনপ্রিয় তার গড় ভিউ হচ্ছে বড়জোর ৪০ হাজার। (সোর্স: ইউটিউব)।
মানে হচ্ছে খালেদের টক-শো দেখে বাংলাদেশের গুলোর চেয়ে কমপক্ষে ১০ গুণ বেশি মানুষ। কোনো কোটোর চেয়ে ১০০ গুণ বেশি মানুষ। কেন? শুধু সরকারের বিধিনিষেধ বা মালিকের ব্যবসায়িক স্বার্থ নেই বলে? উপস্থাপকের গুণের বিষয় নেই এখানে? খালেদকে অভিনন্দন। (প্রসঙ্গক্রমে, বিবিসি বাংলাদেশকে বলছি ওয়েক আপ সুন। সরকারের এক ভক্তের নেতৃত্বে এতোবছরে কোথায় গেছেন একটু হিসেব করুন।) ফেসবুক থেকে