শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য প্রায় আরও ৯ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে গণপূর্ত অধিদপ্তর

সুজিৎ নন্দী: [২] দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সঙ্কট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আগামী ২০৩০ সালের মধ্যে এ আবাসনের হার ৮ শতাংশ থেকে ২২ শতাংশে উন্নীত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ৯টি প্রকল্পের ৮, ৮৫০টি ফ্ল্যাট নির্মাণ কাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

[৩] সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য এরইমধ্যে গণপূর্ত অধিদপ্তর রাজধানীর আজিমপুর, মতিঝিল, মিরপুর ও জিগাতলা ৯টি প্রকল্পের আওতায় ৩ হাজার ১২টি ফ্ল্যাট নির্মাণ শেষে করেছে। আরও ১৭টি প্রকল্পের ৯ হাজার ৭৩৪টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলমান।

[৪] সূত্র জানায়, জমির সর্বোত্তম ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে পরিকল্পিত অবকাঠামো বিনির্মাণে ভূমিকা রাখছে। এছাড়া দেশের নির্মাণ শিল্পে সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে ন্যাশনাল বিল্ডিং কোডের প্রয়োগ কার্যকর রাখা, ভবন নির্মাণে ভূমিকম্প প্রতিরোধক আধুনিক প্রযুক্তির হস্তান্তর ও প্রসারে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে।

[৫] সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সম্প্রতি জাতীয় সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট, সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বাংলা একাডেমি ভবন ও চট্টগ্রাম ৪ তলাবিশিষ্ট নতুন আদালত ভবন নির্মাণ অন্যতম। পাশাপাশি মুন্সীগঞ্জ জেলায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ (দ্বিতীয় পর্যায়), গাজীপুরে শেখ ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল অন্যতম। এছাড়াও নার্সিং কলেজ, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ, মেহেরপুর মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র ও ঢাকায় পুলিশ টাওয়ার নির্মাণ। সম্পাদনা: সমীরণ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়