শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য প্রায় আরও ৯ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে গণপূর্ত অধিদপ্তর

সুজিৎ নন্দী: [২] দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সঙ্কট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আগামী ২০৩০ সালের মধ্যে এ আবাসনের হার ৮ শতাংশ থেকে ২২ শতাংশে উন্নীত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ৯টি প্রকল্পের ৮, ৮৫০টি ফ্ল্যাট নির্মাণ কাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

[৩] সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য এরইমধ্যে গণপূর্ত অধিদপ্তর রাজধানীর আজিমপুর, মতিঝিল, মিরপুর ও জিগাতলা ৯টি প্রকল্পের আওতায় ৩ হাজার ১২টি ফ্ল্যাট নির্মাণ শেষে করেছে। আরও ১৭টি প্রকল্পের ৯ হাজার ৭৩৪টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলমান।

[৪] সূত্র জানায়, জমির সর্বোত্তম ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে পরিকল্পিত অবকাঠামো বিনির্মাণে ভূমিকা রাখছে। এছাড়া দেশের নির্মাণ শিল্পে সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে ন্যাশনাল বিল্ডিং কোডের প্রয়োগ কার্যকর রাখা, ভবন নির্মাণে ভূমিকম্প প্রতিরোধক আধুনিক প্রযুক্তির হস্তান্তর ও প্রসারে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে।

[৫] সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সম্প্রতি জাতীয় সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট, সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বাংলা একাডেমি ভবন ও চট্টগ্রাম ৪ তলাবিশিষ্ট নতুন আদালত ভবন নির্মাণ অন্যতম। পাশাপাশি মুন্সীগঞ্জ জেলায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ (দ্বিতীয় পর্যায়), গাজীপুরে শেখ ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল অন্যতম। এছাড়াও নার্সিং কলেজ, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ, মেহেরপুর মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র ও ঢাকায় পুলিশ টাওয়ার নির্মাণ। সম্পাদনা: সমীরণ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়