শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরুর মাংস ভাগাভাগি নিয়ে ঝগড়া , ভাতিজার হাতে চাচার মৃত্যু

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জে গরুর মাংস ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিবাদে ভাতিজার দায়ের কোপে প্রাণ গেছে চাচা রফিকুল ইসলামের (৫৭)।

[৩] শুক্রবার (২১মে) বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের দক্ষিণ মুকসুদপুর এলাকার বানুয়াপাড়ায় এঘটনা ঘটে।

[৪] এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবীর বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দিয়েছেন। তবে ওই মামলায় কে বা কতজন আসামী সে বিষয়ে পুলিশ কিছুই জানায়নি।

[৫] মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়ালিউর রহমান বলেছেন- মামলার অগ্রগতি পরে জানানো হবে।

[৬] মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন একটি গরু কিনে নেন এলাকার লোকজন। এরপর সেই গরু জবাই করে লোকজনের মাঝে মাংস ভাগাভাগি শুরু হয়। এসময় মাংস বিক্রির টাকা নিয়ে চাচা রফিকুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয় তারই ভাতিজাদের। এরই এক পর্যায়ে উত্তেজিত ভাতিজা চাচা রফিকুল ইসলামকে দা’ দিয়ে কোপালে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবীর বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেছেন।

[৭] বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের জন্য এসআই ওয়ালিউর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

[৮] তদন্ত কর্মকর্তা বলেন, আসামীদের ধরতে কে বা কারা আসামী হয়েছেন তা’ প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে মামলার অগ্রগতিসহ সবকিছুই পরে পাবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়