শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরুর মাংস ভাগাভাগি নিয়ে ঝগড়া , ভাতিজার হাতে চাচার মৃত্যু

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জে গরুর মাংস ভাগাভাগি নিয়ে সৃষ্ট বিবাদে ভাতিজার দায়ের কোপে প্রাণ গেছে চাচা রফিকুল ইসলামের (৫৭)।

[৩] শুক্রবার (২১মে) বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের দক্ষিণ মুকসুদপুর এলাকার বানুয়াপাড়ায় এঘটনা ঘটে।

[৪] এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবীর বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দিয়েছেন। তবে ওই মামলায় কে বা কতজন আসামী সে বিষয়ে পুলিশ কিছুই জানায়নি।

[৫] মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়ালিউর রহমান বলেছেন- মামলার অগ্রগতি পরে জানানো হবে।

[৬] মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন একটি গরু কিনে নেন এলাকার লোকজন। এরপর সেই গরু জবাই করে লোকজনের মাঝে মাংস ভাগাভাগি শুরু হয়। এসময় মাংস বিক্রির টাকা নিয়ে চাচা রফিকুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয় তারই ভাতিজাদের। এরই এক পর্যায়ে উত্তেজিত ভাতিজা চাচা রফিকুল ইসলামকে দা’ দিয়ে কোপালে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবীর বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেছেন।

[৭] বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের জন্য এসআই ওয়ালিউর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

[৮] তদন্ত কর্মকর্তা বলেন, আসামীদের ধরতে কে বা কারা আসামী হয়েছেন তা’ প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে মামলার অগ্রগতিসহ সবকিছুই পরে পাবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়