শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিশরের দূতিয়ালীতে শুক্রবার থেকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, স্বাগত জানালো ফিলিস্তিন

সালেহ্ বিপ্লব : [২]  স্থানীয় সময় শুক্রবার রাত ২টা (বাংলাদেশ সময় ভোর ৫টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। বিবিসি

[৩]  টানা ১১ দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানোর পর এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। হামাস বলেছে, এটি ফিলিস্তিনি জনগণের বিজয়। ইসলামিক জিহাদও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

[৪] বৃহস্পতিবারও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিলো । অন্তত ১০০ বার উত্তর গাজার হামাস স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালায়। জবাবে রকেট ছোঁড়ে হামাস।

[৫] ১০ মে শুরু হওয়া ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬৫ জন শিশু। অন্যদিকে ইসরায়েলে মারা গেছে ১২ জন। সিএনএন

[৬] এই রক্তপাত বন্ধে বিভিন্ন দেশ আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছিলো না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা প্রশমনের কথা বলেন। তবে এরপরও নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

[৭] বৃহস্পতিবারই হামাসের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, এক বা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতির আশা করছেন তিনি।

[৮] তবে যুদ্ধবিরতি কতোদিন কার্যকর থাকবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেক বিশ্লেষক।

[৯] মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন দূত ডেনিস রস বলেছেন, এই শান্তিচুক্তি স্বল্পমেয়াদী হবে। জেরুজালেম পোস্ট

[১০] ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়